Tapas Pal: মানুষ তোকে শিল্পী হিসেবে মনে রাখবে, তাপস নিয়ে কেন এমন পোস্ট প্রসেনজিতের

একটা সময় বাংলা সিনেমাকে একের পর এক হিট ছবি দিয়ে গেছেন তাপস পাল (Tapas Pal) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) জুটি। ‘

Prosenjit Chatterjee emotional post with friend Tapas Pal

একটা সময় বাংলা সিনেমাকে একের পর এক হিট ছবি দিয়ে গেছেন তাপস পাল (Tapas Pal) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) জুটি। ‘ত্যাগ’, ‘সুরের ভুবনে’ ‘নয়নের আলো’ সিনেমাগুলি বাঙালি দর্শকদের মন জয় করেছিল৷ প্রসেনজিৎ এবং তাপস পালের জুটিকে এখনও ভুলতে পারেনি দর্শকরা৷ আর বন্ধুর প্রয়াণ দিবসে (Tapas Pal death anniversary) সেই পুরাতন স্মৃতিতে আবেগে ভাসলেন প্রসেনজিৎ৷ স্যোশাল মিডিয়ায় পোস্ট করে শোকবার্তা জ্ঞাপন করলেন তিনি।

এদিন ফেসবুকে একটি পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, বন্ধু, তুই শিল্পী ছিলিস। আর দেখিস, তোকে মানুষ শিল্পী হিসেবেই মনে রাখবে। আর মনে রাখবে তোর ওই হাসিটা। ভালো থাকিস বন্ধু। তবে কী রাজনীতিতে আসা ভুল সিদ্ধান্ত ছিল তাপস পালের? এই প্রশ্ন উস্কে দিচ্ছে।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও জনপ্রিয় ছিলেন তাপস পাল৷ শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন৷ ছিলেন কৃষ্ণনগরের সাংসদ৷ কিন্তু তাঁর একটিমাত্র বিতর্কিত মন্তব্যের পরেই দলের সঙ্গে দুরত্ব বাড়তে শুরু করে। অনেকেই বলেছিলেন অভিনয় জগত ছেড়ে রাজনীতিতে এসে কেরিয়ার খারাপ করতে চলেছেন তাপস পাল।

২০১৬ সালের শেষের তাপস পাল ফের সংবাদ শিরোনামে আসেন। রোজ ভ্যালি নামে একটি চিট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। এই সময়ে তাকে একটি পরচুলা পরতে দেখা যায়।

তবে অভিনয় জীবনে তাঁর একের পর এক সিনেমা এখনও নজির গড়েছে৷ ‘সুরের ভুবনে’, ‘গুরু দক্ষিণা’, ‘মায়া মমতা’, ‘সমাপ্তি’, ‘চোখের আলো’, ‘অন্তরঙ্গ’, ‘সাহেব’, ‘পর্বতপ্রিয়’, ‘দিপার প্রেম’, ‘মেজ বউ’, ‘পথভোলা’, ‘আশির্বাদ’, ‘পরশমণি’, ‘সুরের আকাশ’, ‘শুধু ভালোবাসা’সহ বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শেষের দিকে দেবের কয়েকটি সিনেমাতেও দেখা যায় তাকে।