Tripura Election 2023: ত্রিপুরায় নিয়োগ প্রতিশ্রুতি নিয়ে নীরব মোদী, বললেন আবার জিতিয়ে দিন

আবার বিজেপিকে (BJP) জয়ী করুন। ত্রিপুরায় উন্নয়নের জোয়ার বইছে। ভবিষ্যতে এই ধারা বজায় থাকবে। বিধানসভা ভোটের প্রচারে (Tripura Election 2023) এসে প্রধানমন্ত্রী মোদী (Modi) রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার গঠনের জন্য আহ্বান জানালেও তিনি একবারও গতবারের প্রতিশ্রুতি মতো লাখ লাখ চাকরির বিষয়ে নীরব থাকলেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল সরকার গড়লে ঘরে ঘরে চাকরি হবে। সরকারে এসেছে বিজেপি তবে ঘরে ঘরে চাকরি হয়নি। এমনকি বিপুল কর্মসংস্থানের দাবি এবারের নির্বাচনেও নিজেদের সংকল্প পত্রে লেখেনি বিজেপি।

শনিবার ত্রিপুরায় দুটি জনসভা থেকে এ রাজ্যে ফের বিজেপি সরকার গঠনের জন্য ভোট চেয়েছেন মোদী। তিনি বলেছেন, ত্রিপুরায় গত বিধানসভা ভোটের আগে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূর্ণ করেছে। এবারও যে সংকল্প নেওয়া হয়েছে তা পূর্ণ করা হবে। আপনারা এ রাজ্যে কংগ্রেস ও বামপন্থীদের কুশাসন ফিরিয়ে আনবেন না। বিজেপির সুশাসনের সাথে থাকুন।

   

মোদী বলেন, ত্রিপুরায় এখন আবাস, আরোগ্য ও আয় এই ত্রিশক্তির সরকার চলছে। কোনওভাবেই বামপন্থী ও কংগ্রেসকে সরকারে আনবেন না। সিপিএম ও কংগ্রেস দুটি দল ত্রিপুরার উন্নয়নে কিছু করেনি কোনওদিন। তিনি একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা তুলে ধরে বলেন, কেন্দ্রে ও রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে। তার ফল পাচ্ছেন রাজ্যবাসী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন