ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) প্রচার মঙ্গলবার শেষ। আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচন। প্রচারের শেষ দিনে যখন শাসক ও বিরোধীরা সর্বশেষ সরব প্রচারে মত্ত ঠিক তখনই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে রাজা প্রদ্যোত দেববর্মণকে হুমকি দেন। জীতেন্দ্র চৌধুরীর এই মন্তব্য আগরতলার সংবাদমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে সম্প্রচার পর ত্রিপুরা জুড়ে প্রবল আলোড়ন। কারণ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর দাবি করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক।
নির্বাচনে জীতেন্দ্র চৌধুরী বিরোধী বাম-কংগ্রেস সমঝোতা জোটের উপজাতি জনগোষ্ঠিভুক্ত মুখ্যমন্ত্রী মুখ হিসেবে পরিচিত। তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়ে বলেছেন, টিপ্রা মথার প্রধান রাজা প্রদ্যোত দেববর্মণকে চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অমিত শাহর সাথে সাক্ষাৎ করেন প্রদ্যোত। সে পরে আমাকে বলেছে, কীভাবে অমিত শাহ হুমকি দেন। প্রদ্যোত নিজে আমাকে বলেছে একথা।
আগরতলায় ‘মিট দ্য প্রেস’ থেকে জীতেন্দ্র চৌধুরী বলেন, নির্বাচন ঘোষণা হবার পরে অমিত শাহ একজন বিজেপি নেতা হিসেবে নন, স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে প্রদ্যোত দেববর্মণ ও মথার লোকজনদের নিয়ে গেছে। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। পরে উনি (প্রদ্যোত দেববর্মণ) বলেছেন আমাকে, কীভাবে হুমকি দেওয়া হয়েছিল। এখন প্রদ্যোত প্রকাশ্যে একথা বলবে না।
ত্রিপুরা নির্বাচনের প্রচারে এসে অমিত শাহ দাবি করেন, এ রাজ্যে বিজেপিরই সরকার থাকবে। তিনি ভাষণে বারবার কমিউনিস্ট, কংগ্রেস ও তিপ্রা মথাকে আক্রমণ করেন।
এদিকে জানা যাচ্ছে তিপ্রা মথার প্রধান প্রদ্যোত দেববর্মণ সরাসরি না হলেও ইঙ্গিতে বাম-কংগ্রেসকে সমর্থনের পথ খুলে রেখেছেন। তিনি সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে কোনও প্রার্থী দাঁড় করাননি। ফোন করে জীতেন্দ্র চৌধুরীকে শুভেচ্ছা জানান। তবে জীতেন্দ্র বলেছেন, শুধু আমার জয় নয় বিজেপির বিরুদ্ধে আরও বেশি বামপন্থীদের জয়কে নিশ্চিত করুন।