এবার কত চাকরির প্রতিশ্রুতি দেবে বিজেপি? মিসড কলে কি চাকরির কথা আর বলা হবে? গতবার যে লক্ষ লক্ষ চাকরি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সেই প্রতিশ্রুতির কী হলো? এমনই সব বিতর্কের আবহে নির্বাচনের মাত্র দশ দিন আগে প্রতিশ্রুতি পত্র প্রকাশ করবে শাসক দল বিজেপি।
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Election 2023)এটাই সর্বশেষ রাজনৈতিক দলের ভোট প্রতিশ্রুতি। কারণ, বিরোধী দল সিপিআইএম, কংগ্রেস, তিপ্রা মথা, তৃণমূল কংগ্রেস তাদের তরফে প্রতুশ্রুতি পত্র প্রকাশ করেছে।
বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে শাসক দল তাদের প্রতিশ্রতি পত্র প্রকাশ করবে। থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ বিজেপি শীর্ষ নেতারা। গত বিধানসভা ভোটের সময় বিজেপির দেওয়া ভিশন ডকুমেন্ট ছিল নির্বাচনী প্রতিশ্রুতি। তাতে যে বিপুল চাকরির কথা বলা হয়েছিল তা পূরণ হয়নি বলেই অভিযোগ। এই ভিশন ডকুমেন্ট এখন বিজেপির প্রচারে অন্যতম কাঁটা। এবার নতুন কী প্রতিশ্রতি দিতে চলেছে বিজেপি তা নিয়ে চর্চা চলছে।
এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন নাড্ডা। তাঁর সাথে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপি সূত্রে খবর, ত্রিপুরার লড়াই যে কঠিন তা স্বীকার করে নিয়েছেন নাড্ডা।