ভাষণের কয়েক সেকেন্ড অন্তর অন্তর কমিউনিস্টদের নাম নিয়ে তাদেরকেই প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) দাবি, ত্রিপুরায় দুই তৃতীয়াংশ শক্তি নিয়ে সরকার গড়তে বিজেপিকে (BJP) ভোট দিন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) প্রচারে এসে রাজ্যের শান্তিরবাজার থেকে বিজয় সংকল্প জনসভায় শাহ বলেন, বিজেপি আমলে এ রাজ্যে উন্নয়নের জোয়ার চলেছে। তবে তিনি সযত্নে পাশ কাটিয়েছেন, গত বিধানসভা ভোটের সময় বিজেপির তরফে বিপুল কর্মসংস্থানের প্রতিশ্রুতি।
বিজেপির প্রচারে অমিত শাহ বরবার কংগ্রেস ও সিপিআইএমের সমঝোতাকে আক্রমণ করেছেন। তিনি বলেন, রাজ্যবাসী আপনারা এদের প্রত্যাখ্যান করুন। বিজেপি যে উন্নয়ন করে চলেছে তাতে সামিল হন।
অমিত শাহর প্রচারে বিজেপি কর্মী সমর্থকরা উজ্জীবিত বলে জানাচ্ছে প্রদেশ বিজেপি। তবে কেন ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়েও সেটি রাখতে পারেনি শাসক দল সেই প্রশ্ন উড়ে আসছে অহরহ। এতেই বিজেপি নেতারা মুখ লুকোচ্ছেন। এদিকে ত্রিপুরায় বিপুল উন্নয়ন হচ্ছে দাবি করেছেন অমিত শাহ। তিনি বলেন, এই উন্নয়নের ধারা ধরে রাখতে আপনারা মোদীর পাশে থাকুন।
দলের তরফে বিপুল জন সমর্থন চেয়ে দুই তৃতীয়াংশ ভোটে ত্রিপুরায় বিজেপি সরকারকে পুনরায় জয়ী করার আহ্বান করেছেন শাহ।