বিজেপি, কংগ্রেস ও তৃ়ণমূল কংগ্রেস প্রচারকদের তালিকায় ফিল্মি তারকাদের ছড়াছড়ি। আর প্রধান বিরোধী দল সিপিআইএমের তালিকায় নেই তেমন কোনও হট স্টার। তবে শখের দুই অভিনেত্রী আছেন বাম শিবিরের প্রচারকদের তালিকায়। ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura Election 2023) প্রচারে এই দুই তথাকথিত অভিনেত্রী আবার দলীয় শীর্ষ নেতৃত্ব হিসেবেই চিহ্নিত।
এ রাজ্যের ভোট প্রচারে সিপিআইএমের তরফে বৃন্দা কারাত ও সুভাষিনী আলি দুই শীর্ষ নেত্রী প্রচার করবেন বলে দলীয় সূত্রে খবর। বৃন্দা সিপিআইএমের পলিটব্যুরো সদস্যা। আর সুভাষিনী আলিও দলটির পলিটব্যুরো সদস্যা। দুজনই প্রাক্তন সাংসদ।
বৃন্দা কারাত ও সুভাষিনী আলির রাজনৈতিক পরিচয়ের বাইরে আছে তাঁদের বলিউডি অভিনেত্রীর ঝলক! সর্বক্ষণের দলীয় সদস্য এই দুজনেরই ঝুলিতে আছে দুটি বহু চর্চিত চলচ্চিত্র।
২০০৫ সালে তিনি অভিনয় করেন ‘আমু’ ছবিতে। এই ছবিতে কঙ্কনা সেনের সাথে বৃন্দা কারাতের অ়ভিনয় দক্ষতা নিয়েও চর্চা হয়েছিল। তবে অভিনয় নয় রাজনৈতিক জীবনেই বেশি স্বচ্ছন্দ সিপিআইএমের সর্বভারতীয় নেত্রী।
সিপিআইএমের পলিটব্যুরো সদস্যা হলেন সুভাষিনী আলি। তিনিও বহু চর্চিত ‘অশোকা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। রাজপুত্র অশোকের ভূমিকায় শাহরুখ খানের মায়ের চরিত্রে সুভাষিনী আলি সাবলীল অভিনয় দর্শকদের পছন্দ হয়। অশোকা মুক্তি পায় ২০০১ সালে। তবে সুভাষিনী আলি সিনেমার থেকে রাজনীতিকেই প্রাধান্য দিয়ে সিপিআইএমের মহিলা সংগঠনের সর্বভারতীয় নেত্রী থেকে যান।