Tripura: ত্রিপুরায় উপনির্বাচনে তৃণমূলের ‘আশা নেই’, দল থেকে ইঙ্গিত পেলেন অভিষেক

পুরভোটে পুরো ত্রিপুরায় (Tripura) একজন কাউন্সিলর জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রতীকে। পরে তিনি বিজেপিতে যোগ দেন। বাংলাভাষী প্রধান এ রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে ফের পরীক্ষা দিতে নামল টিএমসি। ২৩ জুন চার কেন্দ্রের উপনির্বাচন। তবে কোনও আসনেই জয়ের আশা নেই এমন ইঙ্গিত দল থেকে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ত্রিপুরায় ভোট লড়াই শাসক বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। বাকিদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। তিনি বলেন, রাজ্যে তৃণমূলকে সুযোগ দিন মাথা নিচু করে কাজ করবে এই দলের সরকার।

   

এদিকে ভোট বিশ্লেষণ বলছে, ২৩ জুন যে চার কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে তাতে মূল লড়াই বিজেপির সঙ্গে বিরোধী দল সিপিআইএমের। তাতে সুরমা বিধানসভাটি উপজাতি দল তিপ্রা মথার দিকে যেতে পারে। এই কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন আশিস দাস। তিনি দলত্যাগ করে মাথা মুড়িয়ে টিএমসিতে গেছিলেন। আশিসবাবু তৃণমূলের প্রতি প্রবল ক্ষোভ দেখিয়ে দল ছেড়েছেন। তিনিও ভোটে আছেন।

বিশ্লেষকরা বলছেন দুটি আসন যুবরাজনগর, বড়দোয়ালিতে শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএমের মধ্যে লড়াই হবে। আগরতলা-৬ কেন্দ্রের মধ্যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে মূল লড়াই।

মুখ্যমন্ত্রী মানিক সাহার শান্তি নির্দেশ উপেক্ষা করে ভোটের আগে থেকেই শুরু হয়েছে সন্ত্রাস। শুরু হয়েছে হামলা। আক্রান্ত কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। অভিযুক্ত বিজেপি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন