Tripura: ছবিতে আঙুলের ছোঁয়া…বিজেপি বিধায়ক মন দিয়েছেন অশ্লীল ভিডিওতে

BJP MLA Jadab Lal Debnath caught watching obscene video during assembly session

মোবাইলে হট সিন চলছে। সেই ছবিতে আঙুল বুলিয়ে যাচ্ছেন বিজেপি বিধায়ক। বিধানসভার মধ্যেই এমন দৃশ্য! কটাক্ষ শুরু- চুপ বিধানসভা চলছে! বিজেপি বিধায়কের মোবাইলে তখন এক যুবতী তার পোশাক তুলছেন। সেটাই মনের আনন্দে দেখছেন গেরুয়াপন্থী বিধায়ক। কে যে কখন সেই মুহূর্ত মোবাইলবন্দি করল তা স্পষ্ট হয়নি। তবে প্রবল চাপের মুখে বিধায়ক। তার বিধায়ক পদ অপসারণের দাবি উঠেছে।

এ ঘটনা ত্রিপুরার। বিধানসভা অধিবেশন চলাকালীন অশ্লীল ভিডিও মন দিয়ে দেখতে থাকা বিজেপি বিধায়ক যাদব লাল নাথকে কি সরানো দল থেকে এমনই প্রশ্ন ঘুরছে ত্রিপুরায়। সূত্রের খবর বিধায়কের এমন মুহূর্ত তার পকিবারের সবাই নিজ নিজ মোবাইলে দেখে লজ্জায় মুখ লুকোচ্ছেন। রাজ্যের বাগবাসা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক তার এলাকায় এখন রসালো খোরাক বলে বিরোধীদের কটাক্ষ। আর বিধায়কের সাফাই একটা লিংক মোবাইলে চলে এসেছিল।

   

এর আগে কর্নাটকের বিধানসভায় বিজেপি বিধায়ক অশ্লীল ভিডিও দেখতে গিয়ে ধরা পড়েন। তার পদ খারিজ করা হয়। এবার কি ত্রিপুরায় তেমন কিছু হবে? বিধানসভার মধ্যে বিধায়কের অশ্লীল ভিডিও দর্শনের মুহূর্ত দেখে তীব্র অস্বস্তিতে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন