Tripura: ত্রিপুরায় গণনা শেষে রাজধানী রণক্ষেত্র, বিজেপি-কংগ্রেস সংঘর্ষ

উপনির্বাচন ফলাফলে আগরতলায় জয়ী হয়েছে কংগ্রেস। এর পরেই তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল শাসকদল বিজেপি। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে ত্রিপুরার রাজধানী আগরতলা রণক্ষেত্র।

Advertisements

আগরতলার পোস্ট অফিস চৌমুহনি এলাকায় বিজেপি এবং কংগ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। আক্রান্ত হন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কংগ্রেসের অভিযোগ, শাসক বিজেপি কোনওভাবেই আগরতলায় পরাজয় মানতে পারছে না। তারা হামলা করেছে। এই কেন্দ্রে জয়ের পর সুদীপ রায় বর্মণের সমর্থকরা মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে কটাক্ষ করে বলতে থাকেন “পাত্তা নাই রে পাত্তা নাই l মীরজাফরের পাত্তা নাই।”

Advertisements

অভিযোগ, মন্ত্রীর নির্দেশে ফের হামলা হয়েছে গণনার পর। কারণ তিনি আগরতলা-৬ কেন্দ্রে বিজেপির পরাজয় মানতে পারেননি। অভিযোগ, এই কেন্দ্রে ভোটের আগে কংগ্রেসের সুদীপ বর্মণের উপর প্রাণঘাতী হামলায় জড়িত হন সুশাম্ত চৌধুরী। তবে তিনি অভিযোগ উড়িয়ে দেন। সুশান্ত চৌধুরীর রাজনৈতিক গুরু সুদীপ বর্মণ।