Mahua Moitra: নিশিকান্ত দুবের বয়স নিয়ে প্রশ্ন তুলে হলফনামা শেয়ার মহুয়া মৈত্রের

Mahua Moitra

বিজেপি নেতা ও লোকসভা সাংসদ নিশিকান্ত দুবের ডিগ্রি এবং বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। মৈত্র দাবি করেছেন যে নিশিকান্ত দুবের দায়ের করা হলফনামায় তার শিক্ষা এবং বয়স নিয়ে বিভিন্ন দাবি করা হয়েছে।

টিএমসি সাংসদ মৈত্রা টুইট করেছেন, ২০০৯ হলফনামায় সদস্যের বয়স (নিশিকান্ত দুবে) ৩৭ বছর এবং ২০১৪ হলফনামায় বয়স ৪২ বছর হিসাবে উল্লেখ করা হয়েছে। মৈত্র দাবি করেছেন যে উভয় হলফনামায় ১৯৮২ সালে ম্যাট্রিকুলেশন পাস করার উল্লেখ রয়েছে। এর অর্থ হল তিনি ১০ বছর বয়সে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন