ফের ভোগান্তি, দুর্গাপুজোর আবহে বাতিল ২৪টি ট্রেন

দুর্গাপুজো মানেই সকল মানুষই বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকেন৷ কারণ সারাবছর সংসারের চাপ হোক বা অফিসের কাজের জন্য ঘুরতে যাওয়ার সময় নেই বললেই…

দুর্গাপুজো মানেই সকল মানুষই বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকেন৷ কারণ সারাবছর সংসারের চাপ হোক বা অফিসের কাজের জন্য ঘুরতে যাওয়ার সময় নেই বললেই চলে৷ তাই এই সময়টাই অনেকেই ভ্রমণের জন্য একটি তালিকা তৈরি করে ফেলেন৷ তবে এবার সকলের জন্য রয়েছে দুঃখ সংবাদ৷ কারণ রাজস্থান থেকে দিল্লি, মধ্যপ্রদেশ ছাড়াও অন্যান্য রাজ্যে যাওয়া একাধিক ট্রেন বাতিল (cancelled train list) হচ্ছে। এ কারণে যাত্রীদের সমস্যা বাড়তে পারে তা বলাই যায়৷ ট্রেন বাতিলের বিষয়ে জানানো হয়েছে ,৩১আগষ্ট থেকে ১৭সেটেম্বর পর্যন্ত বন্ধ থাকবে৷

তবে কেন বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন? সেই বিষয় নিয়ে জানা গিয়েছে, গুরুগ্রামের কাছে পালওয়াল রেলওয়ে স্টেশনের কাছে নন ইন্টারলকিং এবং প্রাক ইন্টারলকিং কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে চলুন জেনে নেওয়া যাক সেই তালিকাটি৷

   

 ট্রেন বাতিলের তালিকা

1. ট্রেন নম্বর ১২০৫৯ হাযরত নিজামুদ্দিন একপ্রেস ৬ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল৷

2. ট্রেন নম্বর ১২০৬০ নিজামুদ্দিন-কোটা জন শতাব্দী এক্সপ্রেস ৬ থেকে ১৭প্টেম্বর পর্যন্ত বাতিল।

3. ট্রেন নম্বর ১২২৪৭ টার্মিনাস-হযরত নিজামুদ্দিন ৬ও ১৩ সেপ্টেম্বর বাতিল।

4. ট্রেন নম্বর ১২২৪৮ নিজামুদ্দিন-বান্দ্রা টার্মিনাস ৭ও ১৪ সেপ্টম্বরবাতিল করা হয়েছে।

5. ট্রেন নম্বর ১২২৪৯-চণ্ডীগড় গোয়া যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস ১০, ১১, ১৭ এবং ১৮ সেপ্টম্বর বাতিল করা হয়েছে৷

6. ট্রেন নম্বর ১২৪৫০- মাদগাঁও যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস ৭, ৯, ১৪ এবং ১৬ নম্বর বাতিল করা হয়েছে৷

7. ট্রেন নং ১২৯০৭ টার্মিনাস-হযরত নিজামুদ্দিন যোগাযোগ ক্রান্তি ০৮, ১১এবং ১৫ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

8. ট্রেন নং ১২৯০৮ নিজামুদ্দিন-বান্দ্রা টার্মিনাস যোগাযোগ ক্রান্তি ০৯, ১২ এবং ১৬ সেপ্টেম্বর বাতিল৷

9. ট্রেন নং ১২৯০৯ টার্মিনাস-হযরত নিজামুদ্দিন গরীব রথ ০৫, ৭, ১১, ১২ এবং১৪ সেপ্টেম্বর বাতিল হয়েছে।

10. ট্রেন নং ১১৯২০ -নিজামুদ্দিন-বান্দ্রা টার্মিনাস গরীব রথ ০৬, ০৮, ১১, ১২, ১৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

11.ট্রেন নং ১২৯১৭ বাদহজরত নিজামুদ্দিন গুজরাট যোগাযোগ ক্রান্তি ০৯ এবং ১৬ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

12. ট্রেন নং ১২৯১৮ নিজামুদ্দিন-আমেদাবাদ গুজরাট যোগাযোগ ক্রান্তি ০৭ এবং ১৪ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।

13. ট্রেন নং ১২৯৬৩ নিজামুদ্দিন-উদয়পুর সিটি মেওয়ার এক্সপ্রেস ০৬ থেকে ১৭সেপ্টেম্বর পর্যন্ত বাতিল।

14. ট্রেন নং১২৯৬৪পুর সিটি-হযরত নিজামুদ্দিন মেওয়ার এক্সপ্রেস ০৫থেকে ১৬সেপ্টেম্বর পর্যন্ত বাতিল।

15. ট্রেন নম্বর ২০৪৫১নয়াদিল্লি ০৬ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে৷

16. ট্রেন নং ২০৪৫২ নয়া দিল্লি ০৬ থেকে ১৭সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

17. ট্রেন নং 20945 এর্নাকুলাম হযরত নিজামুদ্দিন ৬ ও ১৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

18. ট্রেন নম্বর ২০৯৯৬ নিজামুদ্দিন১০ ১২এবং ১৭সেপ্টেম্বর বাতিল হয়েছে৷

19. ট্রেন নম্বর ২০২৯৮ ইন্দোর নয়া দিল্লি ০৬,১১, ১৩, ১৫প্টেম্বর বাতিল করা হয়েছে৷

20. ট্রেন নম্বর২০৯৯৭ নয়াদিল্লি-ইন্দোর ০৭ , ০৯, ১২ ও ১৪  এবং ১৬ সেপ্টেম্বর বাতিল হয়েছে৷

21. ট্রেন নম্বর ২০৯৮৫ শহীদ ক্যাপ্টেন র মহাজন (উধমপুর) ০৪ এবং ১১ সেপ্টেম্বর বাতিল হয়েছে৷

22. ট্রেন নম্বর ২০৯৮৬ শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন (উধমপুর)-কোটা ০৫ এবং ১২সেপ্টেম্বর বাতিল হয়েছে৷

23. ট্রেন নম্বর ০৩৯০৯ইন্দোর-হযরত নিজামুদ্দিন স্পেশাল ০৬, ০৮, ১৩, ১৫ বাতিল করা হয়েছে।

24. ট্রেন নম্বর ০৩৯১০ হযরতনিজামুদ্দিন-ইন্দোর স্পেশাল ৭,৯,১৪ এবং ১৬ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।