ফের ভোগান্তি, দুর্গাপুজোর আবহে বাতিল ২৪টি ট্রেন

দুর্গাপুজো মানেই সকল মানুষই বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকেন৷ কারণ সারাবছর সংসারের চাপ হোক বা অফিসের কাজের জন্য ঘুরতে যাওয়ার সময় নেই বললেই…

ফের ভোগান্তি, দুর্গাপুজোর আবহে বাতিল ২৪টি ট্রেন

দুর্গাপুজো মানেই সকল মানুষই বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকেন৷ কারণ সারাবছর সংসারের চাপ হোক বা অফিসের কাজের জন্য ঘুরতে যাওয়ার সময় নেই বললেই চলে৷ তাই এই সময়টাই অনেকেই ভ্রমণের জন্য একটি তালিকা তৈরি করে ফেলেন৷ তবে এবার সকলের জন্য রয়েছে দুঃখ সংবাদ৷ কারণ রাজস্থান থেকে দিল্লি, মধ্যপ্রদেশ ছাড়াও অন্যান্য রাজ্যে যাওয়া একাধিক ট্রেন বাতিল (cancelled train list) হচ্ছে। এ কারণে যাত্রীদের সমস্যা বাড়তে পারে তা বলাই যায়৷ ট্রেন বাতিলের বিষয়ে জানানো হয়েছে ,৩১আগষ্ট থেকে ১৭সেটেম্বর পর্যন্ত বন্ধ থাকবে৷

তবে কেন বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন? সেই বিষয় নিয়ে জানা গিয়েছে, গুরুগ্রামের কাছে পালওয়াল রেলওয়ে স্টেশনের কাছে নন ইন্টারলকিং এবং প্রাক ইন্টারলকিং কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে চলুন জেনে নেওয়া যাক সেই তালিকাটি৷

 ট্রেন বাতিলের তালিকা

1. ট্রেন নম্বর ১২০৫৯ হাযরত নিজামুদ্দিন একপ্রেস ৬ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল৷

2. ট্রেন নম্বর ১২০৬০ নিজামুদ্দিন-কোটা জন শতাব্দী এক্সপ্রেস ৬ থেকে ১৭প্টেম্বর পর্যন্ত বাতিল।

3. ট্রেন নম্বর ১২২৪৭ টার্মিনাস-হযরত নিজামুদ্দিন ৬ও ১৩ সেপ্টেম্বর বাতিল।

4. ট্রেন নম্বর ১২২৪৮ নিজামুদ্দিন-বান্দ্রা টার্মিনাস ৭ও ১৪ সেপ্টম্বরবাতিল করা হয়েছে।

5. ট্রেন নম্বর ১২২৪৯-চণ্ডীগড় গোয়া যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস ১০, ১১, ১৭ এবং ১৮ সেপ্টম্বর বাতিল করা হয়েছে৷

6. ট্রেন নম্বর ১২৪৫০- মাদগাঁও যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস ৭, ৯, ১৪ এবং ১৬ নম্বর বাতিল করা হয়েছে৷

7. ট্রেন নং ১২৯০৭ টার্মিনাস-হযরত নিজামুদ্দিন যোগাযোগ ক্রান্তি ০৮, ১১এবং ১৫ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

8. ট্রেন নং ১২৯০৮ নিজামুদ্দিন-বান্দ্রা টার্মিনাস যোগাযোগ ক্রান্তি ০৯, ১২ এবং ১৬ সেপ্টেম্বর বাতিল৷

9. ট্রেন নং ১২৯০৯ টার্মিনাস-হযরত নিজামুদ্দিন গরীব রথ ০৫, ৭, ১১, ১২ এবং১৪ সেপ্টেম্বর বাতিল হয়েছে।

10. ট্রেন নং ১১৯২০ -নিজামুদ্দিন-বান্দ্রা টার্মিনাস গরীব রথ ০৬, ০৮, ১১, ১২, ১৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

11.ট্রেন নং ১২৯১৭ বাদহজরত নিজামুদ্দিন গুজরাট যোগাযোগ ক্রান্তি ০৯ এবং ১৬ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

12. ট্রেন নং ১২৯১৮ নিজামুদ্দিন-আমেদাবাদ গুজরাট যোগাযোগ ক্রান্তি ০৭ এবং ১৪ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।

13. ট্রেন নং ১২৯৬৩ নিজামুদ্দিন-উদয়পুর সিটি মেওয়ার এক্সপ্রেস ০৬ থেকে ১৭সেপ্টেম্বর পর্যন্ত বাতিল।

14. ট্রেন নং১২৯৬৪পুর সিটি-হযরত নিজামুদ্দিন মেওয়ার এক্সপ্রেস ০৫থেকে ১৬সেপ্টেম্বর পর্যন্ত বাতিল।

Advertisements

15. ট্রেন নম্বর ২০৪৫১নয়াদিল্লি ০৬ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে৷

16. ট্রেন নং ২০৪৫২ নয়া দিল্লি ০৬ থেকে ১৭সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

17. ট্রেন নং 20945 এর্নাকুলাম হযরত নিজামুদ্দিন ৬ ও ১৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে৷

18. ট্রেন নম্বর ২০৯৯৬ নিজামুদ্দিন১০ ১২এবং ১৭সেপ্টেম্বর বাতিল হয়েছে৷

19. ট্রেন নম্বর ২০২৯৮ ইন্দোর নয়া দিল্লি ০৬,১১, ১৩, ১৫প্টেম্বর বাতিল করা হয়েছে৷

20. ট্রেন নম্বর২০৯৯৭ নয়াদিল্লি-ইন্দোর ০৭ , ০৯, ১২ ও ১৪  এবং ১৬ সেপ্টেম্বর বাতিল হয়েছে৷

21. ট্রেন নম্বর ২০৯৮৫ শহীদ ক্যাপ্টেন র মহাজন (উধমপুর) ০৪ এবং ১১ সেপ্টেম্বর বাতিল হয়েছে৷

22. ট্রেন নম্বর ২০৯৮৬ শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন (উধমপুর)-কোটা ০৫ এবং ১২সেপ্টেম্বর বাতিল হয়েছে৷

23. ট্রেন নম্বর ০৩৯০৯ইন্দোর-হযরত নিজামুদ্দিন স্পেশাল ০৬, ০৮, ১৩, ১৫ বাতিল করা হয়েছে।

24. ট্রেন নম্বর ০৩৯১০ হযরতনিজামুদ্দিন-ইন্দোর স্পেশাল ৭,৯,১৪ এবং ১৬ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।