HomeBharat'থলপতি' বিজয়ের সভায় ট্র্যাজেডি: শিশু সহ পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১০ জনের

‘থলপতি’ বিজয়ের সভায় ট্র্যাজেডি: শিশু সহ পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১০ জনের

- Advertisement -

চেন্নাই: তামিল অভিনেতা তথা তামিলাগা ভেটরি কাজাগম(TVK) দলের প্রতিষ্ঠাতা ‘থলপতি’ বিজয়ের (Vijay) জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু শিশু সহ ১০ জনের। আরও ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার প্রায় ৬ ঘন্টা ধরে বিজয়কে দেখার জন্য তামিলনাড়ুর কারুরে অপেক্ষা করছিল বিরাট জনসমুদ্র। অভিনেতা তথা রাজনীতিকের দর্শন পাওয়া মাত্র ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে ভাষণ থামিয়ে দেন বিজয়।

ঘটনায় ১০ জনের মৃত্যুর পাশাপাশি বহু মানুষ আহত, কেউ কেউ জনসভায় ভিড়ের জেরে অজ্ঞানও হয়ে গেছেন বলে খবর। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন করুরে ছুটে গেছেন।

   

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin) করুর জেলা সম্পাদক ভি সেন্থিলবালাজিকে ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। সমাজমাধ্যমে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি লেখেন, “কারুর থেকে আসা খবর উদ্বেগজনক। পদপিষ্ট হওয়ার মানুষদের দ্রুত হাসপাতালে ভর্তি ও অবিলম্বে চিকিৎসার অনুরোধ জানাচ্ছি”।

ভোটমুখী তামিলনাড়ুতে প্রচারে নামেন বিজয়

এদিন প্রায় ৬ ঘন্টা দেরির পর নির্বাচনী প্রচারে হাজির হন তামিলাগা ভেটরি কাজাগম(TVK) দলের প্রতিষ্ঠাতা ‘থলপতি’ বিজয়। জানা গিয়েছে, ভাষণের শুরুর দিকে ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজীকে নিশানা করে তোপ দাগেন বিজয়। তারপরেই জনগণের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই অজ্ঞান হয়ে যান। পরিস্থিতি বেগতিক বুঝে ভাষণ মাঝপথেই থামিয়ে দেন ‘থলপতি’ বিজয়।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular