বিপ্লবকে বাংলাদেশি বলে পিটিশন দাখিল করা পাতাল কন্যা বিজেপিতে

বছর খানেক আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বাংলাদেশি বলে কটাক্ষ করেছিলেন। এবার তাঁর হাত ধরেই বিজেপি শিবিরে নাম লেখালেন টিপিএফ সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়া। যার…

বছর খানেক আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বাংলাদেশি বলে কটাক্ষ করেছিলেন। এবার তাঁর হাত ধরেই বিজেপি শিবিরে নাম লেখালেন টিপিএফ সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়া। যার মাধ্যমে নয়া ইতিহাস সৃষ্টি হল ত্রিপুরার রাজনীতিতে।

ইঙ্গিতটা মিলেছিল আগেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সপ্তাহ খানেক আগে দেখা করেছিলেন ত্রিপুরা পিপল ফ্রন্টের সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়া। সেই সঙ্গে বিজেপির জাতীয় স্তরের একাধিক নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সেই সময় থেকেই শুরু হয়েছিল জল্পনা। যার অবসান ঘটিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন টিপিএফ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া।

   

আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবন প্রাঙ্গনে সুবিশাল জনসভার মাধ্যমে পদ্মের পতাকাতলে সামিল হলেন তিনি। এদিন পাতাল কন্যা জমাতিয়ার সঙ্গে বিজেপির শিবিরে নাম লিখিয়েছেন তাঁর সহস্রাধিক অনুগামী। যাদের সকলেই জনজাতি সম্প্রদায়ের। দলের নবাগত নেত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রী শান্তনা চাকমা এবং রাজ্য বিজেপির সভাপতি ডাঃ মানিক সাহা।

জনজাতিদের নেত্রী পাতাল কন্যা জমাতিয়াকে দলে স্বাগত জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব দে বলেন, “পাতাল কন্যা জমাতিয়া সঠিক পথ বেছে নিয়েছেন। তিনি বিজেপিকে সমর্থন করেছেন। এই দলে যোগদান করেছেন।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “মোদীজির নেতৃত্বে উত্তর পূর্বের রাজ্যগুলি উন্নয়নের মূল স্রোতের সঙ্গে সম্পৃক্তকরণের দ্বারা ত্রিপুরাতেও সর্বাঙ্গীন বিকাশে গতি সঞ্চারিত হয়েছেl প্রাধান্যের ক্ষেত্র হিসেবে বর্তমানে জনজাতিদের আর্থ-সামাজিক জীবনমান বিকাশে গুচ্ছ পরিকল্পনার সফল বাস্তবায়নের পাশাপাশি আত্মসম্মান সুনিশ্চিত হয়েছেl জনজাতি কল্যাণে দীর্ঘ সময় নিয়োজিত টিপিএফ শীর্ষ নেত্রী পাতাল কন্যা জমাতিয়া ও হাজারো জনজাতি ভাই বোনেরা, আজ ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেনl”

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, জনজাতিদের নিয়ে পৃথক রাজ্যের দাবি করছে তিপ্রা মথা। আর রাজ্য এবং কেন্দ্রীয় সরকার জনজাতিদের জন্য একের পোর এক উন্নয়নমুখী প্রকল্প চালু করে চলেছে। যা আগে কখনও দেখা যায়নি। যার কারণে বদলে যাচ্ছে ত্রিপুরার চিরাচরিত রাজনৈতিক সমীকরণ। এরই মাঝে পাতাল কন্যা জমাতিয়ার বিপুল পরিমাণ সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগদান নয়া ইতিহাস রচনা করল। সেই সঙ্গে জনজাতিদের নিয়ে রাজনীতির সমীকরণও আরও বদলে গেল।

গত ৮ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই সভাতেই অমিত শাহের মুখে শোনা গিয়েছে ত্রিপুরার প্রাক্তন রাজ্য বীর বিক্রম কিশোর মাণিক্যের প্রশংসা। ভারতের সঙ্গে ত্রিপুরার অন্তর্ভুক্তি থেকে শুরু করে তারও আগে ত্রিপুরা রাজ পরিবারের নানাবিধ কীর্তির প্রশংসা শোনা গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতার মুখে। নিজের বক্তব্যের সেই ভিডিও ট্যুইট করেন অমিত শাহ। যা শেয়ার করে রাজ পরিবারের সদস্য তথা মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মা লিখেছেন, “আমার ঠাকুরদাকে স্মরণ করার জন্য অমিত শাহ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। রাজনীতি বাদ দিয়ে আমি মহারাজা বীর বিক্রম সম্পর্কে আপনার কথার প্রশংসা করছি।” রাজ্য বাজেটে মহারাজা বীর বিক্রম মাণিক্যের নামে ডিজিটাল মিউজিয়াম গড়ার কথা ঘোষণা করা হয়েছে।

ত্রিপুরা বিজেপির মতে, ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হল পাহাড়ের অগ্নিকন্যা শ্রীমতি পাতাল কন্যা জমাতিয়া বিজেপিতে যোগদানের মাধ্যমেl ২০১৪ সাল থেকে সামাজিক সংস্থা রূপে ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও ভূমিপুত্রদের জন্য কাজ করে এসেছিলেনl বিগত দিনে কংগ্রেসের এবং সিপিএমের যে অপশাসন এই দুই রাজনৈতিক দলের হাত থেকে ত্রিপুরা ভূমিপুত্রদের মুক্ত করার জন্য লড়াই সংগ্রাম করে এসেছিলেনl জীবনে কোনও দিন রাজনৈতিক দল করব না বলেও সিদ্ধান্ত বদল করেছিলেনl কিন্তু বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর কাজে কর্মে মুগ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছে হয়l”