Sunday, December 7, 2025
HomeBharatAmarnath Yatra:দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস, আহত একাধিক

Amarnath Yatra:দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস, আহত একাধিক

- Advertisement -

অমরনাথ যাত্রা নিয়ে বিপর্যয় যেন থামতেই চাইছে না। জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় যাওয়ার মুখে জম্মু-কাশ্মীরে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন তীর্থযাত্রী।

আহতদের উদ্ধার করে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অনন্তনাগের জিএমসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

   

এক কর্মকর্তা বলেছেন, জম্মু-শ্রীনগর জাতীয় জাতীয় সড়কের বদরাগুন্দ ক্রসিংয়ে অমরনাথ যাত্রী তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে একটি টিপার ডাম্পার ধাক্কা মারে, যার ফলে ২০ জন যাত্রী আহত হন।

তিনি জানান, আহত ২০ জন তীর্থযাত্রীর মধ্যে ১৮ জন সামান্য আহত হয়েছেন এবং গুরুতর আহত দুইজনকে চিকিৎসার জন্য জিএমসি অনন্তনাগে স্থানান্তর করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, পুলিশ বিষয়টি  নিয়ে তদন্ত করছে। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular