
পর্যটন মরশুমে ঘুরতে গিয়ে (Sikkim) সিকিমে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত পাঁচ পর্যটক সহ মৃত ছয় জন। নিহতরা সবাই মহারাষ্ট্রের বাসিন্দা।
সিকিম পুলিশ জানাচ্ছে, শনিবার রাতে দুর্ঘনাটি ঘটেছে উত্তর সিকিমের চুং থাংয়ে। পর্যটকদের নিয়ে খেডুং-লাচুং রোড থেকে খাদে গড়িয়ে পড়ে।
রাতে এই দুর্ঘটনার পর রবিবার সকালে শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থল থেকে ছটি মৃতদেহ উদ্ধার হয়েছে। পর্যটক দলটি মহারাষ্ট্রের বলে পুলিশ জানতে পেরেছে।
নিহত পর্যটকদের দেহ উদ্ধার করা হয়েছে। সিকিম পুলিশ নিহতদের বিষয়ে মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। জানা যাচ্ছে নিহতদের দেহ সড়কপথে পশ্চিমবঙ্গে পাঠানো হবে। দার্জিলিংয়ের বাগডোগরা বিমান বন্দর থেকে মুম্বই পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










