নয়াদিল্লি: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-কে তীব্র ভর্ৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সরাসরি বলেন, “যান গিয়ে ক্ষমা চান। একটু সংবেদনশীলতা দেখান।” আদালতের পর্যবেক্ষণ, একজন সেনা আধিকারিক সম্পর্কে এমন মন্তব্য শুধু অনুচিত নয়, বরং একজন মন্ত্রীর কাছ থেকে এমন ভাষা চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন।
এদিন প্রধান বিচারপতি গাভাই বিজয় শাহকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কী ধরনের মন্তব্য করছেন? কিছু বোধগম্যতা দেখান। আপনি যেখান থেকে এসেছেন, সেখানে গিয়ে ক্ষমা চেয়ে আসুন।”
বিতর্কের সূত্রপাত
এদিনের ঘটনার সূত্রপাত ১২ মে রায়কুন্ডা গ্রামে একটি জনসভা থেকে৷ ওই সভায় মন্ত্রী বিজয় শাহ, পহেলগাঁও-এ সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর পর সেনাবাহিনীর প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তবে তার বক্তব্যের সবচেয়ে অশালীন দিক ছিল, তিনি প্রকাশ্যে কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে নারীবিদ্বেষী, জাতিগত এবং ধর্মীয়ভাবে আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, “যিনিই আমাদের বেটির সিঁদুর মুছে দিয়েছিলেন… আমরা তাঁদেরই বোনকে পাঠিয়ে ওদের শিক্ষা দিয়েছি।” এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ Top court raps BJP minister Kunwar
এই বিতর্কের পর, মধ্যপ্রদেশ হাইকোর্ট দ্রুতই এ ব্যাপারে হস্তক্ষেপ করে এবং মন্ত্রী শাহের বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দেয়। আদালত সতর্ক করে দিয়ে বলে, যদি আদেশ না মানা হয়, তবে contempt proceedings শুরু হবে। আদালত আরও বলে, মন্ত্রী শাহের মন্তব্য শুধু আইন লঙ্ঘন করেনি, তা জাতীয় ঐক্য এবং সম্প্রদায়িক শান্তির জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। হাইকোর্টের মন্তব্য, “সেনাবাহিনী দেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি সততা, শৃঙ্খলা এবং সম্মান প্রতিফলিত করে।”
রাজনৈতিক সাড়া
এখন শুধু আদালতের নির্দেশই নয়, মন্ত্রী শাহের মন্তব্যের বিরুদ্ধে রাজনীতির ময়দানেও এক তীব্র ঝড় উঠেছে। কংগ্রেস দলের পক্ষ থেকে তার অবিলম্বে মন্ত্রী পদ থেকে অপসারণের দাবি উঠেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তাঁকে “লজ্জাজনক এবং সম্প্রদায়িক” আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
তবে, সবচেয়ে চমকপ্রদ প্রতিক্রিয়া এসেছে বিজেপিরই অভ্যন্তর থেকে। বিজেপি নেত্রী উমা ভারতী মন্ত্রী শাহের মন্তব্যের নিন্দা করে বলেছেন, “বিজয় শাহকে মন্ত্রী পদ থেকে অবিলম্বে অপসারণ করা উচিত।”
মন্ত্রীর পক্ষ থেকে ব্যাখ্যা
বিজয় শাহ যদিও ইতিমধ্যেই তার মন্তব্যের জন্য একাধিক বার ক্ষমা চেয়ে জানিয়েছেন, তবে তার বক্তব্য যে মিথ্যে ও বিকৃত হয়েছে সে বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, “কর্নেল সোফিয়া কুরেশি ভারতের গর্ব, তিনি জাতিগত ও ধর্মীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছেন। তার জন্য আমার গভীর শ্রদ্ধা। যদি আমার কথায় কারও অনুভূতিতে আঘাত পেয়ে থাকে, তবে আমি তা স্বীকার করে, ক্ষমা চাই।”
Bharat: Supreme Court sharply rebukes MP Minister Vijay Shah for derogatory remarks against Colonel Sofia Qureshi. Court demands apology, citing insensitivity and irresponsible language. Political fallout and legal action follow.