TMC: জাতীয় দলের মর্যাদা হারাতেই বড় ধাক্কা তৃণমূলে, ইস্তফা দিলেন সাংসদ

শুরু হয়ে গেল ভাঙন? এমনই গুঞ্জন চলছে তৃ়ণমূলের অন্দরে। জাতীয় দলের তকমা হারাতেই বড় ধাক্কা তৃণমূলে, ইস্তফা দিলেন সাংসদ লুজিনহো ফেলেরিও (TMC MP Luzzinho Falerio)।

TMC supporters at a political rally.

শুরু হয়ে গেল ভাঙন? এমনই গুঞ্জন চলছে তৃ়ণমূলের অন্দরে। জাতীয় দলের তকমা হারাতেই বড় ধাক্কা তৃণমূলে, ইস্তফা দিলেন সাংসদ লুজিনহো ফেলেরিও (TMC MP Luzzinho Falerio)। তাঁকে মুখ করে গোয়ার বিধানসভা ভোটে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ফেলেরিও তৃণমূল সাংসদ পদ থেকে সরে গেলেন। তিনি দলত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে।

TMC MP Luzzinho Falerio resigns from Rajya Sabha seat.

   

সোমবার সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। আর মঙ্গলবার সকালেই রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন টিএমসির সাংসদ ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি।

Birbhum: মমতা দায়িত্ব নিতেই তৃণমূল ছেড়ে বামে ঢুকলেন শত শত সংখ্যালঘু

গোয়ার বিধানসভা ভোটে শূন্য হাতে ফিরতে হয় তৃণমূল। পরে গোয়ার প্রাক্তন মু়খ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিওকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার টিকিট দেন মমতা। তিনি জয়লাভ করে সংসদে পৌঁছন। এবার তিনি সরে গেলেন। সংসদে কমল তৃণমূলের শক্তি।

Hanuman Jayanti: পুলিশে ‘ভরসা’ হারিয়ে আধাসেনা ঘেরাটোপে বাংলায় হনুমান জয়ন্তী