HomeBharatDerek O'Brien: সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক লোকসভা ভোট, চাইছেন তৃণমূল সাংসদ

Derek O’Brien: সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক লোকসভা ভোট, চাইছেন তৃণমূল সাংসদ

- Advertisement -

মঙ্গলবার সাতসকালে আসন্ন লোকসভা নির্বাচন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এক কথায় তির্যক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। এবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ডেরেক। সেইসঙ্গে ২০২৪-এর আসন্ন লোকসভা ভোট সুপ্রিম কোর্টের নজরদারিতে করার দাবি জানালেন সাংসদ।

তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘বিজেপির নোংরা কৌশল নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিজেপি কি মানুষের মুখোমুখি হতে এতটাই ঘাবড়ে গেছে যে তারা ওপিপিএনকে নিশানা করার জন্য ইসিআইকে দলীয় কার্যালয়ে পরিণত করছে? এইচএমভি নাকি ইসিআই? রাজ্য সরকারের নির্বাচিত অফিসারদের বদলি করা হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা চাই ২০২৪ সালের নির্বাচন সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক।’

   

উল্লেখ্য, গতকাল সোমবারই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে অপসারণের নির্দেশ দিয়েছে এবং বিবেক সহায়কে রাজ্য পুলিশের নতুন প্রধান হিসাবে নিয়োগের নির্দেশ দিয়েছে। এদিকে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সাংবিধানিক সংস্থাকে নিয়ন্ত্রণ করার অভিযোগ করেছে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular