কাশ্মীরের পথে ইন্ডিগোতে ঝড়-আক্রান্ত তৃণমূল প্রতিনিধি দল

বুধবার সন্ধ্যায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল কংগ্রেসের (TMC MP) পাঁচ সদস্যের কাশ্মীরগামী প্রতিনিধিদল। দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে ইন্ডিগোর…

TMC Leaders Survive Mid-Air Scare as IndiGo Flight Hit by Hailstorm on Way to Kashmir

বুধবার সন্ধ্যায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল কংগ্রেসের (TMC MP) পাঁচ সদস্যের কাশ্মীরগামী প্রতিনিধিদল। দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে ইন্ডিগোর ওই উড়ানটি প্রবল ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে মাঝ আকাশেই। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বিমানের সামনের অংশ, অর্থাৎ ‘নোজ কন’ ভেঙে যায়, এবং একটি বড় গর্তও দেখা যায় বিমানের(Trinamool MP) গায়ে। তবে দক্ষ পাইলটের বুদ্ধিমত্তা ও তৎপরতায় (Trinamool MP) নিরাপদে নামানো যায় বিমানটিকে। এই ঘটনার পর গোটা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিমানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মমতাবালা ঠাকুর, নাদিমুল হক এবং সাংবাদিক-পরিবর্তিত নেত্রী সাগরিকা ঘোষ। তীব্র ঝড় ও বরফের গোলার আঘাতে বিমানে যে আতঙ্ক ছড়ায়, তা যাত্রীদের একটি ভিডিও থেকেই স্পষ্ট। ভিডিওতে দেখা যায়, বিমানের জানলার বাইরে বড় বড় শিলার আঘাতে কেঁপে উঠছে পুরো উড়ানটি। যাত্রীরা আতঙ্কে কাঁপছেন, কেউ প্রার্থনা করছেন, কেউবা চিৎকার করছেন।

   

এই অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সাগরিকা ঘোষ বলেন, “প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। পাইলট যেভাবে আমাদের প্রাণ (Trinamool MP) , তাঁকে সত্যি স্যালুট জানাই। নামার পরে বিমানের নাক ভাঙা অবস্থায় দেখে আতঙ্ক দ্বিগুণ হয়ে যায়।” বিমানটি সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, এই প্রতিনিধি দল (Trinamool MP) কাশ্মীরে গিয়েছে দলনেত্রী (Trinamool MP) মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Trinamool MP) পর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণ ব্যাপক বেড়ে যায়। তাতে সীমান্ত সংলগ্ন এলাকার বহু নিরীহ নাগরিক প্রাণ হারান ও ঘরবাড়ি হারান। পাক গোলার আঘাতে বিধ্বস্ত এই পরিবারগুলির পাশে দাঁড়াতেই তৃণমূলের পক্ষ (Trinamool MP) থেকে এই প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে।

তিনদিনব্যাপী এই সফরে প্রতিনিধি(Trinamool MP) দলটি ২১ থেকে ২৩ মে পর্যন্ত শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরির ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবে। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলবেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করবেন এবং পরে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন।

Advertisements

দলীয় সূত্রে আরও জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য শুধু সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়া নয়, বরং ভবিষ্যতে কীভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করা যায়, তার একটি স্পষ্ট রূপরেখা তৈরি করাও। এই সফরের মাধ্যমে তৃণমূল কংগ্রেস (Trinamool MP) একটি মানবিক বার্তা দিতে চাইছে, যা রাজনৈতিক সীমারেখার বাইরে গিয়ে এক নিপীড়িত মানুষের পাশে থাকার বার্তা বহন করে।

এই ঘটনার পর নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও উঠেছে। কেমন করে একটি যাত্রীবাহী উড়ান এমন ভয়াবহ আবহাওয়ার মধ্যে প্রবেশ করল, এবং শিলার আঘাতে বিমানের নাক ভেঙে গেল, তা নিয়েও তদন্তের দাবি(Trinamool MP) উঠেছে। ইতিমধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোল ও ইন্ডিগোর পক্ষ থেকে বিষয়টি (Trinamool MP) খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

সবমিলিয়ে, একদিকে যেমন তৃণমূল প্রতিনিধিদের(Trinamool MP) মানবিক অভিযান মানুষের প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে বিমানের মধ্যেকার সেই মুহূর্তগুলো আজীবন মনে(Trinamool MP) গেঁথে থাকবে সকলের। বিমানের পাইলট ও কেবিন ক্রুদের প্রশংসা করছেন যাত্রীরা। তাদের তৎপরতা ও পেশাদারিত্ব না থাকলে হয়তো আরেকটি বড় দুর্ঘটনার সাক্ষী হতে হতো দেশকে।