TMC: রাজ্যের বরাদ্দ টাকার দাবিতে দিল্লিতে অবস্থান শুরু তৃণমূলের

৫০টি বাসে সমর্থকদের নিয়ে দিল্লি গিয়ে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাংসদ ও বিধায়ক মন্ত্রীরা একযোগে অবস্থান বিক্ষোভে সামিল হলেন। নয়াদিল্লিতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে রাজঘাটে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ।

আজ দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সাংসদ ও মন্ত্রীরা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ জানানোর পর তৃণমূলছর অবস্থান বিক্ষোভ শুরু হয়। তারা যন্তর মন্তরের সামনে ৩০ মিনিটের অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের দাবিতেই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবারও প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। যদিও সেই কর্মসূচি কী হবে , তা এখনও ঠিক হয়নি। আজ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই নিয়ে আলোচনায় বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আরও কয়েকজন নেতারা।

   

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে রাজঘাটে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। তৃণমূলকে পাল্টা তোপ সুকান্তদের। অপরদিকে বিধানসভার বাইরে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কদের ধর্না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন