‘মোদী কি গ্যারান্টি জিরো ওয়ারেন্টি’, ভিডিও সহ প্রমাণ TMC-র!

ফের একবার বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল (TMC) সরকার। আজ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও শেয়ার করে তৃণমূল সরকার, এই ভিডিও দেখে সকলেই চমকে…

ফের একবার বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল (TMC) সরকার। আজ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও শেয়ার করে তৃণমূল সরকার, এই ভিডিও দেখে সকলেই চমকে গিয়েছেন।

Advertisements

এই ভিডিওটি বারাণসীর। এই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা ভেঙে পড়ছে চোখের নিমিষে। এদিকে চারিদিকে চলাফেরা করছে গাড়ি ঘোরা, মানুষজন। তৃণমূল কটাক্ষ করে লিখেছে, ‘বারাণসীতে এটাই হল বিজেপির ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ। আপনি যদি মনে করেন যে তাদের দাবিগুলি ফাঁপা, তবে তারা যে রাস্তাগুলি তৈরি করে তা না দেখা পর্যন্ত অপেক্ষা করুন।’

   

তৃণমূল আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে থাকা রাস্তাও এখন ওয়ারেন্টির সঙ্গে আসে না। মোদী কি গ্যারান্টি = জিরো ওয়ারেন্টি।’