Amarnath: মেঘভাঙ্গা বৃষ্টিতে মৃত ১৫, উদ্ধারকার্যে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী

মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ। জানা গিয়েছে, অমরনাথে মেঘ ফেটে এখনও অবধি ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জোরকদমে চলছে উদ্ধারকাজ।  সেনা…

মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ। জানা গিয়েছে, অমরনাথে মেঘ ফেটে এখনও অবধি ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জোরকদমে চলছে উদ্ধারকাজ।

 সেনা কর্মকর্তারা জানিয়েছেন, অমরনাথ যাত্রা আপাতত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে বিএসএফ ভারতীয় বিমান বাহিনীর এমআই ১৭ চপারটি আহত ব্যক্তি এবং মৃতদেহগুলি এবং নীলগ্রাহ হেলিপ্যাড /বালতাল থেকে বিএসএফ ক্যাম্প শ্রীনগরে আরও চিকিৎসার জন্য বা মৃতদের বাড়িতে মৃতদেহ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে, প্রায় ৩০-৪০ জন লোক এখনও নিখোঁজ রয়েছেন বলে খবর।

   

সেনাবাহিনী সূত্রে খবর, আহত ব্যক্তিদের হেলিকপ্টার ব্যবহার করে ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে নোডাল মেডিকেল অফিসার পঙ্কজ কুমার জানিয়েছেন, ‘ভারতীয় সেনা কর্মকর্তারা যাত্রা এখনও স্থগিত রয়েছে এবং আমরা মানুষকে এগিয়ে না যাওয়ার পরামর্শ দিচ্ছি।’ অন্যদিকে আইটিবিপির তরফ থেকে বলা হয়েছে, প্রায় ১০ জন রোগী সেখানে ছিলেন, ২ জন মাথায় আঘাত পেয়েছিলেন, ৫ জনের ফ্র্যাকচার হয়েছে এবং ২-৩ জন হাইপোথার্মিয়ার শিকার হয়েছেন। তবে খারাপ আবহাওয়া থাকার জেরে উদ্ধারকার্যেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকে বলে খবর।