Arvind Kejriwal :অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল তিহার কর্তৃপক্ষ

আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির হাতে তিনি গ্রেফতার হয়েছে গত ২১শে মার্চ। তারপর সাতদিন ইডি হেফাজতে থাকার পরে তাঁর স্থান…

sunita kejriwal

আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির হাতে তিনি গ্রেফতার হয়েছে গত ২১শে মার্চ। তারপর সাতদিন ইডি হেফাজতে থাকার পরে তাঁর স্থান হয় তিহার জেলে। তারপর থেকে তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে আম আদমি পার্টি। কখন জেলের বিরুদ্ধে অভিযোগ যে জেল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো ব্যবহার করছে আবার কখনও অভিযোগ যে তারা তাঁকে যথাসময়ে ইনসুলিন দিচ্ছে না। এইরকম বিভিন্ন অভিযোগ উঠে জেলের বিরুদ্ধে। এইবার সেই তিহার জেল কর্তৃপক্ষ কেজরিওয়ালের স্ত্রীর বিরুদ্ধে বিরাট সিদ্ধান্ত গ্রহণ করল। জেল সূত্রে জানা গিয়েছে, এই সপ্তাহে কেজরিওয়ালের সঙ্গে তাঁর স্ত্রীকে দেখা করতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল দেখা করলে এলে তাঁকে আটকানো হয়। কিন্তু কেন ? জানা গিয়েছে, দিল্লি সরকারের মন্ত্রী অতসী সোমবার দেখা করতে আসেন কেজরিওয়ালের সঙ্গে এবং আগামী মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর সঙ্গে দেখা করতে আসবে। জেলের নিয়ম অনুসারে এই সপ্তাহে দুজনের বেশী কাউকে দেখা করতে দেওয়ার অনুমতি নেই। সেই জন্যই সুনীতাকে আগামী সপ্তাহ অবধি অপেক্ষা করতে বলা হয়েছে। যদিও বিষয়টি ভালভাবে দেখছে না আম আদমি পার্টি।

   

তাঁদের তরফে অভিযোগ, জেল কর্তৃপক্ষ ইচ্ছে করে এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের দাবি, চাইলেই বিশেষ অনুমতি দিতে পারে জেল। কিন্তু তারা সেটা করেনি। প্রসঙ্গত কেজরিওয়ালের অবর্তমানে তাঁর স্ত্রীকে লোকসভা ভোটের প্রচারের মুখ করেছে আপ। তিনিও প্রচার সারছেন জোরকদমে।