Tihar Jail: গ্যাংস্টার তিলুকে তিহারেই খুন, ভয়ে সিঁটিয়ে ‘বীরভূমের বাঘ’ কেষ্ট

anubrata_jial

গরু পাচার মামলায় এই মুহুর্তে তিহার জেলে (Tihar Jail) রয়েছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল৷ এদিকে মঙ্গলবার সকালেই জেলে বন্দি গ্যাংস্টার তিলু তাজপুরিয়াকে খুন করা হয় তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে কেষ্ট৷

Advertisements

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিহার থেকে আসানসোল জেলে ফিরতে চেয়েছেন কেষ্ট৷ কিন্তু ইডির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হউ, তিহাড়ই এখন তাঁরা ঠিকানা৷ আজ সকালের এই ঘটনার পরে বীরভূমের দাপুটে নেতা কতটা সুরক্ষিত এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুধুমাত্র অনুব্রত নয়, গরু পাচার মামলায় এই মুহুর্তে তিহার জেলে রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। এছাড়াও মণীশ কোঠারি, সায়গল হোসেন ও এনামূল হকও বন্দি রয়েছেন তিহার জেলে। এই জেলে রয়েছেন আম আদমি পার্চির নেতা মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনরাও। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisements

উল্লেখ্য, মঙ্গলবার সকালেই বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিহাড় জেলের ৯ নম্বর সেলে বন্দি ছিল গ্যাংস্টার তিলু রাজপুরিয়া। আর তার ঠিক পাশের সেল ৮ নম্বরেই ছিলেন দুষ্কৃতী যোগেশ টুন্ডা। লোহার গ্রিল টপকেই রড দিয়ে তিলুর উপর আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে যোগেশ ও তর সহকারীদের বিরুদ্ধে। পরে তিলুকে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।