ভারতে রক্তপাতের পরিকল্পনা ব্যর্থ, গুজরাট থেকে গ্রেফতার তিন আইএস জঙ্গি

Three ISIS Members Caught in Gujarat While Planning Attacks Across India

আহমেদাবাদ থেকে গুজরাটের (Gujarat) অ্যান্টি-টাররিজম স্কোয়াড (ATS) রবিবার গ্রেফতার করেছে তিনজন আইএস (ISIS) জঙ্গিকে, যারা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস হামলার পরিকল্পনা করছিল। গুজরাট ATS-এর এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘ এক বছর ধরে তাদের নজরে ছিল এবং তারা অস্ত্রসহ আটক করেছে ওই তিন জঙ্গিকে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, “জঙ্গিরা গুজরাটে অস্ত্র বিনিময় করতে এসেছিল এবং তারা দেশের একাধিক স্থানে হামলার পরিকল্পনা করছিল। তিনজন সন্দেহভাজন দুইটি পৃথক জঙ্গি মডিউলের সদস্য।

Advertisements

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারকৃত একটি অবৈধ সেমি-অটোম্যাটিক পিস্তল এবং লাইভ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গুজরাট ATS-এর কর্মকর্তারা জানান, তদন্ত এখনও চলছে এবং আরও বিস্তারিত তথ্য পাওয়া আসন্ন। এই অভিযানে পুলিশ ইন্সপেক্টর নিকিল ব্রাহমভাট এবং পুলিশ সাব-ইন্সপেক্টর এ.আর. চৌধুরী নেতৃত্ব দিয়েছেন, যারা ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (DSP) বিরাজীটসিং পারমার এর তত্ত্বাবধানে কাজ করেছেন।

   

গুজরাট ATS-এর কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা আইএসের দুইটি স্বতন্ত্র জঙ্গি মডিউলের অংশ ছিল। তাদের পরিকল্পিত লক্ষ্য এবং হামলার স্থান নির্ধারণে তদন্ত চলছে। এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা বাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হচ্ছে।

Advertisements