কুলগামে অমরনাথ যাত্রার কনভয় দুর্ঘটনা, আহত ১০ জনেরও বেশি তীর্থযাত্রী

Amarnath

Amarnath Accident: জম্মু ও কাশ্মীরের কুলগামে বড় দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত ১০ জনের বেশি অমরনাথের তীর্থযাত্রী। জানা গিয়েছে, অমরনাথ যাত্রার কনভয়ে থাকা তিনটি বাসের একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে কুলগামের খুদওয়ানি এলাকার তাচলু ক্রসিংয়ে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে বালতালের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িগুলি যখন এই দুর্ঘটনাটি ঘটে।

Advertisements

Amarnath Accident: আহতদের তাৎক্ষনিক চিকিৎসা

   

প্রায় ৯ জন মতো আহত তীর্থযাত্রীর প্রথমে প্রাথমিক চিকিৎসা করা হয় একটি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। এরপর তাদেরকে আনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজে (জিএমসি) স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান যে সমস্ত আহত ব্যাক্তিদের ছোটখাটো চোট লেগেছে এবং প্রত্যেকের অবস্থা স্থিতিশীল।

Amarnath Accident: নিরাপত্তার উদ্বেগের মধ্যেও যাত্রা অব্যাহত

Advertisements

এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে অমরনাথ যাত্রা বিঘ্নিত হয়। তবে ফের যাত্রা শুরু হয় আরও সতর্কতা অবলম্বন করে। কর্তৃপক্ষ পরিবহন অপারেটরদের নিরাপদ দূরত্ব বজায় রাখার এবং আরও দুর্ঘটনা এড়াতে কনভয় প্রোটোকল কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

Amarnath Accident: ঘটনায় নজর স্থানীয় প্রশাসনের

স্থানীয় প্রশাসন এবং ট্রাফিক পুলিশ বর্তমানে ঘটনার পর্যবেক্ষণ করছে। সংঘর্ষের কারণও খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় সড়কে কনভয়গুলোর চলাচল যাতে মশৃণ হয় সেই দিকে নজর দেওয়া হচ্ছে। এই জাতীয় সড়ক অমরনাথ গুহায় ভ্রমণকারী হাজার হাজার তীর্থযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যাত্রাপথ।