Karnataka: করোনা নিষেধাজ্ঞা উড়িয়ে কর্নাটকে হাজার হাজার ভক্ত সমাবেশ

karnataka-chariot-festival

চলতি বছরের শুরু থেকেই দেশে করোনার সংক্রমণ ঝড়ের গতিতে বেড়ে চলেছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। সংক্রমণ রোধ করার লক্ষ্যে প্রতিটি রাজ্যেই নতুন করে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। চলছে নৈশ কারফিউ। কিন্তু এরই মধ্যে বিজেপি শাসিত কর্নাটকে (Karnataka) সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ধুমধাম করে পালিত হল বিশেষ রথযাত্রা উৎসব।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, উৎসবে কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে। অধিকাংশের মুখে মাস্ক নেই। আর দূরত্ব বৃদ্ধি মেনে চলার কথা তো কল্পনা মাত্র।

   

এই ভিডিও দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছেন চিকিৎসক মহল। তাঁরা বলেছেন গোটা দেশজুড়ে যেখানে ঝড়ের গতিতে করোনা বাড়ছে সেখানে কিভাবে এমন উৎসব আয়োজন করার অনুমতি দেওয়া হল।

রথযাত্রা উৎসব পালিত হয়েছে কর্নাটকের চিকমাগালুরু জেলায়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি শ্রী শকুনা রঙ্গনাথ স্বামী মন্দিরের রথযাত্রা উৎসব। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, কয়েক হাজার ভক্ত সেই রথযাত্রার উৎসবে সামিল হয়েছেন। মন্দির চত্বরে উপচে পড়ছে ভিড়।

স্থানীয় প্রশাসন মিছিল ও সমাবেশের অনুমতি না দিলেও প্রশাসনিক সেই নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখানো হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, জনবহুল এলাকার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে রথ। রথকে ঘিরে রয়েছে অগণিত ভক্তের ঢল। বেশ কিছু পুরুষ রথের রশি টেনে নিয়ে চলেছেন ওই মিছিলে সামাজিক দূরত্ব বিধি মানার প্রশ্নই ছিল না।

যদিও কর্নাটকে করোনা রুখতে সব ধরনের ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে এই রথযাত্রা হল তা নিয়ে সকলেই প্রশ্ন তুলেছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা ওই সমাবেশের অনুমতি দেয়নি। প্রশাসন জানিয়েছিল, মন্দিরের ভিতরে এই উৎসব পালন করতে হবে। শুধু তাই নয়, উৎসবে ৫০ জনের বেশি লোক যোগ দিতে পারবে না। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে কীভাবে এই রথযাত্রা পালিত হল তা নিয়ে তদন্ত করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন