Bihar: পাগলরা ভাবছে তেজস্বী RJD প্রধান হবে, জানালেন লালু

Lalu prasad Yadav

বিহারে যদুবংশের চৌকাঠে সাড়ে সর্বনাশ হাজির!
লালুপ্রসাদ যাদবের পর আরজেডি (RJD) প্রধান কে হবেন তা নিয়য়ে জল্পনা চলছে। দলের জাতীয় সভাপতির পদ নিয়ে লালুর দুই পুত্র তেজপ্রতাপ ও তেজস্বীর মধ্যে ঠান্ডা লড়াইয়ের মাঝে লালুপ্রসাদ জানালেন, একমাত্র যারা পাগল তাঁরাই ভাবছেন আরজেডির পরবর্তী প্রধান হবেন তেজস্বী যাদব।

Advertisements

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল লালুপ্রসাদের শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। বয়সজনিত কারণে তিনি এবার দলের সভাপতির পদ ছাড়তে চাইছেন। ওই পদে কে আসীন হবে সেটাই বহুল চর্চিত প্রশ্ন।

দলীয় সভাপতির পদ নিয়ে যাদব পরিবারে তীব্র দ্বন্দ্ব। আরজেডির একাংশ মনে করছে, লালুপ্রসাদ নিজে ছোট ছেলে তেজস্বীর দিকে ঝুঁকে থাকলেও মা তথা বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী আবার বড় ছেলে তেজপ্রতাপের পাশে আছেন।

এরই মধ্যে শনিবার লালু সাংবাদিকদের জানান, এখনই দলীয় সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনা তাঁর নেই। স্পষ্ট বললেন এখনই দলের সভাপতি হওয়ার কোনও সম্ভাবনা তেজস্বীর নেই। যারা মনে করছেন তেজস্বীকে দলের জাতীয় সভাপতি করা হবে তাঁরা এক ধরনের বোকা। পাগল বলেই তাঁরা তেজস্বীকে আরজেডির পরবর্তী সভাপতি পদে ভাবছেন।

Advertisements

উল্লেখ্য, এর আগে তেজপ্রতাপ যাদব দলের সভাপতি পদে তেজস্বীর নাম সম্পূর্ণ খারিজ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যতদিন বাবা লালুপ্রসাদ বেঁচে আছেন ততদিন তিনিই আরজেডি প্রধান পদে থাকবেন।

কয়েকদিনের মধ্যেই আরজেডির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তবে ওই বৈঠকের আলোচ্য বিষয় কী সে বিষয়ে কিছুই জানা যায়নি।