অন্ধপ্রদেশের অন্যতম বড় সমস্যা লোডশেডিং। রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝেমধ্যেই মানুষকে লোডশেডিংয়ের (load shedding) কবলে পড়তে হয়। কিন্তু এই লোডশেডিংশের মধ্যে রাজ্যের এক হাসপাতালে মোবাইলের টর্চের আলোতেই সন্তান প্রসব করলেন মহিলা। মোবাইলের আলোয় সন্তানের জন্ম দেওয়ার এই ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের নরসিপাটানমের এনটিআর হাসপাতালে।
জানা গিয়েছে সন্তানসম্ভবা, ওই মহিলা এনটিআর হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার মাঝরাতে যখন তাঁর প্রসব বেদনা উঠে সে সময়ে হাসপাতালে বিদ্যুৎ ছিল না। এমনকী, জেনারেটরও ছিল অচল। জটিল অবস্থায় থাকা ওই মহিলাকে নিয়ে আতান্তরে পড়েন চিকিৎসকরা। চরম উদ্বেগে পড়ে প্রসূতির পরিবারও।
শেষ পর্যন্ত সমস্যা সমাধানের চিকিৎসকরাই এগিয়ে আসেন। তাঁরা ওই প্রসূতির স্বামী ও পরিবারের লোকজনদের বলেন, যত দ্রুত সম্ভব মোবাইলের টর্চ লাইটের ব্যবস্থা করুন। শেষ পর্যন্ত মোবাইলের টর্চের আলোতেই মহিলা সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
ইতিমধ্যেই মোবাইলের টর্চের আলোয় সন্তান জন্ম দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ওই মহিলার পরিবারের অভিযোগ, অন্ধকারের মধ্যে সন্তানের জন্ম দিতে গিয়ে কোনও বড় সমস্যা হলে যে কী পরিণতি হত সেটা তাঁরা ভাবতেও পাচ্ছেন না। তাঁদের আরজি, যত দ্রুত সম্ভব রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতির সমাধান করা হোক। হাসপাতালে বিদ্যুৎ না থাকলে জেনারেটরগুলি যাতে ঠিক মতো কাজ করে সে বিষয়েও দৃষ্টি দেওয়া হোক।
নেটিজেনরা অনেকেই বলেছেন, মোবাইলের টর্চের আলোয় হয়তো সন্তানের জন্ম দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু কোন জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে কি টর্চের আলোয় কাজ হবে? বিতর্ক বাড়ছে।