আগামী মাসেই খুলছে স্কুল, থাকছে না নাইট কার্ফু

করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রাজ্যবাসী অনেকেই প্রত্যাশা করেছিলেন যে এবার হয়তো বিধিনিষেধ কিছু শিথিল করা হবে। সেই প্রত্যাশা অনেকটাই মিলে গেল। শুক্রবার তামিলনাড়ুর…

করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রাজ্যবাসী অনেকেই প্রত্যাশা করেছিলেন যে এবার হয়তো বিধিনিষেধ কিছু শিথিল করা হবে। সেই প্রত্যাশা অনেকটাই মিলে গেল। শুক্রবার তামিলনাড়ুর এমকে স্ট্যালিন সরকার ঘোষণা করেছে, এতদিন প্রতি রবিবার রাজ্যে যে লকডাউন চলছিল তা উঠে যাচ্ছে। তুলে নেওয়া হচ্ছে রাতের কারফিউ। খুলে যাচ্ছে সমস্ত স্কুল-কলেজ।

এদিন তামিলনাড়ু সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ খুলে যাবে। তবে প্লে স্কুল এবং নার্সারি স্কুল আপাতত বন্ধ থাকছে। ১ ফেব্রুয়ারি থেকে আগের মতোই স্কুলে গিয়ে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে। তবে স্কুল চলবে যথাযথ করোনা বিধি মেনে। তামিলনাড়ু সরকার এদিন বেশকিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও সব ধরনের প্রদর্শনী, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে কোন ছাড়পত্র দেয়নি। রেস্তোরাঁ, মল, সিনেমা হল, জিমে ৫০ শতাংশ মানুষের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, বিয়ে বাড়িতে সর্বোচ্চ ১০০ জন ঢুকতে পারবেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ৫০ জন।

পাশাপাশি সরকার জানিয়েছে, রাজ্যের সমস্ত মন্দির মসজিদ গির্জা প্রতিদিনই খোলা থাকবে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় বেশ কয়েকটি রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল খোলা হয়েছে। স্কুল খোলার বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্যগুলিকে শীঘ্রই কিছু নির্দেশ দিতে পারে। যে সমস্ত রাজ্যে স্কুল চালু হয়েছে সেই সমস্ত রাজ্যে বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের অবশ্যই করোনার টিকার একটি ডোজ নিতে হবে। তবেই তারা সশরীরে স্কুলে আসতে পারবে। যদিও করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে ইতিমধ্যেই প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণির স্কুল খুলে গিয়েছে। স্কুল খুলে দিয়েছে হরিয়ানা, চণ্ডীগড়েও।