ECI Results: জনতার ভোটে জয়ের পথে এক্সিট পোল

Four state assembly election results

এক্সাক্ট পোল বলছে এক্সিট পোল ঠিক। চার রাজ্যের বিধানসভা ভোটের গণনা শুরুর পর থেকেই পূর্বঘোষিত এক্সিট পোল বার্তা মিলছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড়ের ভোট ফলাফলে কোথাও বিজেপির হাসি কোথাও কংগ্রেসের হাসি। তবে গণনার সর্বশেষ ফল আসতে বেলা গড়িয়ে যাবে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান (ECI Results)-এ বেলা ১০টা পর্যন্ত রাজ্যভিত্তিক ফলাফল:

আজ রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল।মিলছে এক্সিট পোল হিসেব। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে ক্রমশ লিড বাড়াচ্ছে বিজেপি। মরুর রাজ্য হাতছাড়া হচ্ছে কংগ্রেসের।তেলেঙ্গনায় লিড দিচ্ছে কংগ্রেস।

   

মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আপাতত ১০৪টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৪৪ টি আসনে এগিয়ে আছে। অন্যান্যরা চারটি আসনে এগিয়ে আছে। এবার বিজেপির কাছে বড় চ্যালেঞ্জের ছিল মধ্যপ্রদেশ। কারণ প্রবল প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া কাজ করছিল। তা সত্ত্বেও দক্ষ নেতৃত্ব ও নির্বাচনী কৌশলে বাজিমাত করার পথে গেরুয়া শিবির।

ছত্তিসগড়ে চরম লড়াই। নয়া ট্রেন্ড অনুযায়ী, ২৩ টি আসনে এগিয়ে আছে বিজেপি। ২০ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। একটি আসনে এগিয়ে আছে অন্যান্যরা।

রাজস্থানে অনেকটা এগিয়ে বিজেপি। ১০০ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৮ আসনে। সিপিআইএম দুটি। এবং অন্যান্যরা ১৩ টি আসনে এগিয়ে।

তেলেঙ্গানায় চলছে হাড্ডাহাড্ডির লড়াই। কংগ্রেস এগিয়ে ৫১টি আসনে। বিএইচআরএস এগিয়ে ২৯টি আসনে। বিজেপি ৬টি এবং সিপিআই ১ টি আসনে এগিয়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন