ভোটের পরেই পথ দুর্ঘটনায় গুরুতর আহত রাজ্যের বিরোধী দলনেতা

  লোকসভা ভোটের গণনা মিটতেই এবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন রাজ্যের বিরোধী দলনেতা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে রাজস্থানের বিরোধী দলনেতা টিকা রাম জুলির গাড়ি…

 

লোকসভা ভোটের গণনা মিটতেই এবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন রাজ্যের বিরোধী দলনেতা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে রাজস্থানের বিরোধী দলনেতা টিকা রাম জুলির গাড়ি দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভান্ডারেজ এর কাছে একটি নীলগাইয়ের সঙ্গে ধাক্কা খায়। আর এই সংঘর্ষের জেরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নেতা।

   

বুধবার যখন ঘটনাটি ঘটে তখন বিরোধী দলনেতা আলওয়ার থেকে জয়পুর যাচ্ছিলেন। দুর্ঘটনার পর রাম জুলিকে চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দৌসায় পথ দুর্ঘটনায় বিরোধী দলনেতা টিকা রাম জুলি আহত হওয়ার খবর পেয়েছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

এছাড়া রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও জুলির দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, “দৌসায় বিরোধী নেতা শ্রী টিকা রাম জুলির গাড়ি দুর্ঘটনার খবর শুনে আমি উদ্বিগ্ন হয়ে পড়েছি। পরিস্থিতি সম্পর্কে তথ্য পেতে আমি জেলা কালেক্টরের সাথে কথা বলেছি। আমি জুলিজির দ্রুত আরোগ্য কামনা করছি।”

রাজস্থানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৫টি আসনের মধ্যে ১৪টি এবং কংগ্রেস ৮টি আসন জিততে সক্ষম হয়েছে। এদিকে সিপিআই(এম), রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও ভারত আদিবাসী পার্টি একটি করে আসন পেয়েছে।