নয়াদিল্লি: গত রবিবার একটি মার্কিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবী করেছিলেন, তলে তলে পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে পাকিস্তান (Pakistan)। মার্কিন রাষ্ট্রপতির এই মন্তব্যের পর পাকিস্তানের ‘পুরনো স্বভাব’ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রক (MEA)।
শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, “ইসলামাবাদের অবৈধভাবে পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে!” “দশকের পর দশক ধরে চোরাচালান, রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন, গোপন অংশীদারিত্ব এবং একিউ খান নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে পাকিস্তান”, বলে মন্তব্য করেন জয়সওয়াল।
শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র (Randhir Jaiswal) আরও বলেন, “পাকিস্তানের কার্যকলাপ নিয়ে ভারত বহুবার বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে।” এরপর জয়সওয়াল বলেন, “আমরা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছি।
পাকিস্তান সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে বলে দাবী করেছিলেন ট্রাম্প
প্রসঙ্গত, রবিবার মার্কিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পারকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবী করেছিলেন, বহু দেশ গোপনে পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে। “তাদের মধ্যে রয়েছে পাকিস্তান সহ উত্তর কোরিয়া, চিন, রাশিয়াও”, বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তিনি আরও বলেছিলেন, “তারা এই বিষয়ে কাউকে কিছু জানায় না। মটির তলায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে নেয় আর মানুষ কিছু বুঝতে পারে না। শুধুমাত্র সামান্য কম্পন অনুভব করে”।
যদিও ট্রাম্পের এই দাবীকে সম্পূর্ণ নস্যাৎ করে দেয় ইসলামাবাদ। পাকিস্তানের তরফে বলা হয়, “কেবল আমরাই পারমাণবিক শক্তি পরীক্ষা করছি না এবং পারমাণবিক শক্তি পরীক্ষা পুরনায় চালু কারী আমরাই প্রথম দেশও হব না”।


