অনলাইন-সুরক্ষা প্রদানেও সজাগ Indian Army: সেনা প্রধান

ভারতীয় সেনা সজাগ রয়েছে। অনলান বা সাইবার দুনিয়ায় সুরক্ষা প্রদান সম্পর্কে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান এম এম নারাভানে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অনলাইনের…

MM Naravane

short-samachar

ভারতীয় সেনা সজাগ রয়েছে। অনলান বা সাইবার দুনিয়ায় সুরক্ষা প্রদান সম্পর্কে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান এম এম নারাভানে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অনলাইনের জগতেও নাগরিক সুরক্ষায় সদা জাগ্রত ইন্ডিয়ান আর্মি।

   

সেনা প্রধান জেনারেল এম এম নারভানে বৃহস্পতিবার জানিয়েছেন, সাইবার দুনিয়া সম্পর্কে তাঁরা অবগত। এ ব্যাপারে নিজেদেরকেও তৈরি রাখছে সেনা। প্রয়োজন মতো প্রশিক্ষণেও জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিন হ্যাকাথেলম বিজয়ীদের সম্মান জানানোর জন্য একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নরভানে সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ‘সাইবার আক্রমণ দেশের কাছে চ্যালেঞ্জিং একটা বিষয়। সম্প্রতি সময়ে অনলাইন অনধিকার প্রবেশের ফলে ভুগতে হয়েছে আমাদের। ভারতীয় সেনা এ ব্যাপারে অবগত। ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে বদ্ধপরিকর।’

সম্প্রতি কিছু রিপোর্ট প্রকাশ পাওয়ার পর বেড়েছে উদ্বেগ। ভারতের প্রথম সারির প্রায় দশটি ক্ষেত্র সাইবার হামলা বা ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। বা আক্রান্ত হওয়ার ভয় রয়েছে এমন আশঙ্কার কথা শুনিয়েছে কিছু সংস্থা। যার মধ্যে সরকারী, বেসরকারি এমনকি সেনার কথায় বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সাইবার আক্রমণের পিছনে থাকতে পারে চিনের কারসাজি।