“বিহারীদের ভবিষ্যৎ অন্ধকার!” মুজফ্ফরপুরে রাহুলের ‘জ্বালাময়ী’ ভাষণ!

Constitution at Risk, Says Rahul Gandhi, Targets PM, Amit Shah, and Election Commission
Constitution at Risk, Says Rahul Gandhi, Targets PM, Amit Shah, and Election Commission

পাটনা: নির্বাচন আবহে কংগ্রেস হাইকমান্ডের ‘অনুপস্থিতি’ নিয়ে বিরোধীদের কটাক্ষের মাঝে ময়দানে নামলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার মুজফ্ফরপুরে জনসভায় বিহারের মানুষদের উদ্দেশ্যে জ্বালাময়ী ভাষণ দিলেন কংগ্রেসের (Congress) লোকসভা সাংসদ রাহুল।

তিনি বলেন, “বিহারে বিহারীদের কোনও ভবিষ্যৎ নেই! এটাই সত্য। বিগত ২০ বছর ধরে বিহারে সরকার চালাচ্ছেন নীতিশ কুমার। নিজেকে চরম অনগ্রসর শ্রেণীর মানুষ বলে দাবী করেন তিনি, অথচ আমাকে বলুন তো, গত ২০ বছরে বিহারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে উনি কি কাজ করেছেন?”

   

রাহুল গান্ধী আরও বলেন, “আমাদের এরকম বিহার চাই না। আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে ভরপুর বিহার চাই”। বলা বাহুল্য, নির্বাচনের (Bihar Assembly Election) দামামা বাজতেই বিহারে শাসক-বিরোধী উভয়েরই শুরু হয়েছে প্রতিশ্রুতির ঝড়। বিহারের মানুষের ভরসা জিততে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে NDA ও মহাগাঁঠবন্ধন। এদিন নীতিশ কুমার সহ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, “নীতিশজির মুখ ব্যবহার করে বিহারে শাসন চালাচ্ছে বিজেপি।”

এদিন মুজফ্ফরপুরের জনসভায় রাহুল বলেন, “আপনারা ভুল করেও ভাব্বেন না, যে বিহারের অনগ্রসর শ্রেণীর মানুষের কথা শোনা হচ্ছে। বিজেপির হাতে বিহারের রিমোট কন্ট্রোল আছে। মাত্র ৩-৪ জনই বিহারের সরকার চালাচ্ছে। তাঁদের সামাজিক ন্যায়বিচার নিয়ে কোনও মাথাব্যাথা নেই। আমি লোকসভায় প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম যে আপনার বর্ণগত আদমশুমারি করা উচিত। তিনি একটি কথাও বলেননি! আসলে বিজেপি সামাজিক ন্যায়বিচারের বিরধি। তারা এটা চায় না।”

‘মিসিং রাহুল গান্ধী’!

উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে দু-সপ্তাহেরও কম সময় থাকা সত্ত্বেও ইন্ডি জোটের হাইকমান্ড রাহুল গান্ধীর নির্বাচনী ময়দানে দেখা নেই। এই নিয়ে কটাক্ষের ঝড় তোলে বিজেপি। সমাজমাধ্যমে ‘মিসিং রাহুল গান্ধী’ গ্রাফিক পোস্ট করেন বিজপির আইটি শাখার প্রধান অমিত মালব্য (Amit Malviya)। তিনি বলেন, “প্রায় দুই মাস হয়ে গেল রাহুল গান্ধী বিহারে আসেননি। কলম্বিয়ায় ছুটি কাটানো আর ভিডিও ব্লগে মেতে থেকে তিনি রাজ্যের ভোটারদের কথা ভাবার সময়ই পাননি।”

গত ১ সেপ্টেম্বর ভোটার অধিকার যাত্রার অন্তিম ক্ষণে শেষবার বিহার গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহু গান্ধী। সেদিনের জনসভায় বিহারের বেকারত্ব, সামাজিক ন্যায়বিচার এবং শিক্ষার উপর জোরালো বক্তব্য রেখে ঘোষণা করেছিলেন: “বিহারের উন্নতি হলে, ভারতও উন্নত হবে”। সেইসময় রাহুলকে (Rahul Gandhi) দেখে মনে হয়েছিল, আসন্ন নির্বাচনে বিহারের ক্ষমতা দখলের লড়াইয়ে বিরোধী জোটকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।

কিন্তু গত দু-মাসে ভোটমুখী রাজ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথের মত বিজেপির হেভি ওয়েট নেতা, এমনকি আরজেডির তেজস্বী যাদব ময়দানে নামলেও দেখা মেলেনি কংগ্রেসের রাহুল গান্ধীর। এই নিয়ে ইন্ডি জোটের ‘বন্ধন’ ঝিমিয়ে পড়েছে বলে বিজেপির কটাক্ষের আবহে বুধবার ময়দানে নেমেছেন রাহুল গান্ধী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন