Tripura: টেট উত্তীর্ণদের ‘চাকরি চাই’ বিক্ষোভে জেরবার ত্রিপুরার বিজেপি সরকার

চাকরি চাই কোনও মিথ্যা ভাষণ শুনব না। রাজ্য সরকার তুঘলকি আচরণ বন্ধ করুক। এমনই স্লোগান উঠল আগরতলার রাজপথ থেকে টেট উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভে। টেট বিক্ষোভে…

চাকরি চাই কোনও মিথ্যা ভাষণ শুনব না। রাজ্য সরকার তুঘলকি আচরণ বন্ধ করুক। এমনই স্লোগান উঠল আগরতলার রাজপথ থেকে টেট উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভে। টেট বিক্ষোভে জেরবার ত্রিপুরার (Tripura) বিজেপি জোট সরকার।

আসন্ন উপনির্বাচন ও আগামী বিধানসভা ভোটের আগে রাজ্যের বেকারত্ব সমস্যা বিজেপি জোট সরকারের কাছে চিন্তার কারণ। ২০১৮ সালে রাজ্যে টানা পঁচিশ বছরের সিপিআইএম নেতৃত্বে বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়। বিজেপি জোট সরকারে আসে। তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে চাকরি।

   

বিরোধী দল সিপিআইএম সহ কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের অভিযোগ সরকারের মেয়াদ শেষ হতে চলল কোনও প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি। মুখ্যমন্ত্রী বদল করে মুখ রক্ষা করতে মরিয়া তারা।

রাজ্য সরকার চাকরির দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করুক এই দাবিতে শুক্রবার আগরতলা সিটি সেন্টারের সামনে দু’ঘণ্টার গণ অবস্থানে বসেন টেট উত্তীর্ণরা। তাদের অভিযোগ, সরকার দাবি মানছে না। কেন নিয়োগ হচ্ছে না সরকারকে প্রশ্ন করে বিক্ষোভে সামিল হলেন টেট উত্তীর্ণরা। তাদের আরও দাবি, নিয়োগ না হওয়ায় যাদের বয়স বেড়েছে তাদেরও চাকরি দিতে হবে।

টেট উত্তীর্ণদের অভিযোগ, নিয়োগ বিষয়ে সরকার গড়িমসি করছে। বারবার নিয়োগ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। মু়খ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্ররোচনা দিচ্ছেন।আরও অভিযোগ শূন্য পদ নেই এমনই মিথ্যে বলছে রাজ্য সরকার। বিজেপি সরকার যেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মু়খে না বলে কাজে করে দেখায়

টেট উত্তীর্ণদের দাবি রাজ্য সরকার চাইছে ছশো জনকে নিয়োগ করতে। বাকি তিনহাজার একত্রিশ জন টেট উত্তীর্ণদের নিয়োগ করতে হবে। যদি তা না হয় তাহলে আরও বড় আন্দোলন হবে।