J&K: ফের পুলওয়ামায় জঙ্গিদের অতর্কিত হামলা, শহীদ জওয়ান

জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীরের পুলওয়ামা (Pulwama)। সেনা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) পুলওয়ামায় পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) যৌথ নাকা…

J&K: ফের পুলওয়ামায় জঙ্গিদের অতর্কিত হামলা, শহীদ জওয়ান

জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীরের পুলওয়ামা (Pulwama)। সেনা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) পুলওয়ামায় পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) যৌথ নাকা পার্টিকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়।

পুলওয়ামার সার্কুলার রোডে গাঙ্গু ক্রসিংয়ের কাছে নিকটবর্তী একটি আপেল বাগান থেকে বাহিনীকে আক্রমণ করা হয়েছিল। তবে এই এনকাউন্টার চলাকালীন জঙ্গিদের গুলিতে বিনোদ কুমার নামে এক জওয়ান শহীদ হন।

   

এএসআই পদমর্যাদার ওই কর্মকর্তার মৃত্যুর পর সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলার পর তল্লাশি অভিযান শুরু করে।

Advertisements

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-বদরের সঙ্গে যুক্ত একটি হাইব্রিড জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

উপত্যকায় জঙ্গি হামলা ক্রমে বাড়ছে। চলছে জঙ্গি দমন অভিযান।