কুলগাম: কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের নিয়ে হাড়হিম করা এক তথ্য প্রকাশ্যে উঠে এল। যা তথ্য সামনে উঠে এসেছে তা দেখে সকলেই বলবেন, এও সম্ভব? এমনিতে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সন্ত্রাস যেন থামার নামই নিচ্ছে না। শনিবার কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যাতে হিজবুলের ৪ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। তবে কুলগামে ধরা পড়া চার জঙ্গি একটি বাড়িতে লুকিয়ে ছিল। আলমারির ভিতরে একটি ছোট বাঙ্কার তৈরি করেছিল জঙ্গিরা। যার ভিডিও শেয়ার করেছে নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর সন্দেহ, স্থানীয়দের অনেকে জঙ্গিদের লুকিয়ে থাকতে সাহায্য করে। তার জলজ্যান্ত প্রমাণ দেখা যাবে ভিডিওতে। সামনে যে ভিডিওটি উঠে এল তা দেখে আপনারও চোখ ছানাবড়া হয়ে যাবে বৈকি। বাড়িটিতে নির্মিত ওয়ারড্রোবের পেছনে একটি বাঙ্কার রয়েছে। যার মধ্যে জঙ্গিরা লুকিয়ে ছিল বলে দাবি করা হয়েছে সেনাবাহিনীর তরফে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনী বাঙ্কারে ঢুকে তদন্ত করছে। এই বাড়িটি স্থানীয় এক বাসিন্দার। বাড়ির একটি ঘরে আলমারি রয়েছে। আলমারির নিচের অংশের ড্রয়ার টেনে দেখা যায়, এর পেছনে একটি কংক্রিটের বাঙ্কার রয়েছে। এই জায়গায় আরাম সে অনেকে থাকতে পারে। ঠিক যেমন জঙ্গিরা লুকিয়ে ছিল বলে খবর।
যাইহোক, সেনা জঙ্গির লড়াইয়ে দুই নিরাপত্তারক্ষীও শহীদ হন। এই সময়েই দু’টি পৃথক এনকাউন্টারে খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের ৬ জঙ্গি। এই অভিযান সম্পর্কে কথা বলতে গিয়ে জম্মু ও কাশ্মীরের ডিজিপি আর আর সোয়েন বলেছেন যে কুলগামে লুকিয়ে থাকা এই জঙ্গিরা একটি বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল, যা নিরাপত্তা বাহিনী বানচাল করে দিয়েছে।
Indian Army has discovered a new hideout of terrorists in Kulgam, Kashmir, where they used to hide.
See how a bunker has been built behind the cupboard in the house.#IndianArmy #KulgamEncounter#Kashmir #JammuKashmir #Kulgam pic.twitter.com/TUsWpQU4Qa
— विवेक सिंह नेताजी (@INCVivekSingh) July 7, 2024