কাশ্মীরের টার্গেট কিলিংয়ের ছক হচ্ছে লৌহ কপাটের ওপার থেকে

লাগাতার কয়েকদিন ধরে টার্গেট কিলিংয়ের সাক্ষী থেকেছে জম্মু-কাশ্মীর। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন একাধিক কাশ্মীরি হিন্দু। এবার এরই মাঝে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাশ্মীরের জেলবন্দি জঙ্গিদের নেটওয়ার্কের মাধ্যমে টার্গেট কিলিং-এ নিয়োজিত করেছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। আইএসআই তাদের জঙ্গিদের স্পষ্টভাবে বলছে যে তারা যদি বড় লক্ষ্যবস্তুতে পরিণত করতে না পারে তবে যারা আরও বেশি প্রচার ও সন্ত্রাস ছড়িয়ে দেয় তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। পাকিস্তানের এই ন্যক্কারজনক ষড়যন্ত্রের পর্দাফাঁস হওয়ার পর জম্মু-কাশ্মীরের জেলে বন্দি বহু জঙ্গিকে ভারতের অন্য জেলে পাঠানো হতে পারে।

   

দিনের পর দিন কাশ্মীরে টার্গেট কিলিং হচ্ছিল অ-হিন্দু এবং কাশ্মীরের শান্তি পছন্দ করে এমন লোকেরা। কাশ্মীর জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর থেকে শীর্ষ কর্তারা।

সূত্রের খবর, এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নেন এবং আধিকারিকদের নির্দিষ্ট নির্দেশ দেন, সন্ত্রাসবাদীদের বুলেটের জবাবের পাশাপাশি তাদের মূলে যেন মারাত্মক আঘাত করা হয়, যাতে সন্ত্রাসবাদীদের নির্মূল করা যায়।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন