Terror Attack Foiled: সীমান্তে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, নাশকতার ছক বানচাল

সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় জঙ্গি হামলার ছক করা হয়েছিল। সেই ছক বানচাল (Terror Attack Foiled) হয়েছে মিজোরামে। উদ্ভার করা হয়েছে বিপুল পরিমান গোলা বারুদ, অস্ত্র।…

সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় জঙ্গি হামলার ছক করা হয়েছিল। সেই ছক বানচাল (Terror Attack Foiled) হয়েছে মিজোরামে। উদ্ভার করা হয়েছে বিপুল পরিমান গোলা বারুদ, অস্ত্র।

মিজেরামের সঙ্গে মায়ানমারের সীমান্তে এই অভিযান চালায় অসম রাইফেলস। তদন্তে উঠে আসছে, আসন্ন মনিপুর বিধানসভা ভোটের আগে সে রাজ্যেও নাশকতার ষড়যন্ত্র করেছিল কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী।

তবে কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই নাশকতার ছক করেছিল তা স্পষ্ট নয়। কারণ, আসন্ন সাধারণতন্ত্র দিবসের আগে উত্তর পূর্বাঞ্চলের সবকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে।

ভারত সীমান্তের মায়ানমারে সংলগ্ন এলাকায় অভিযানে এই বিপুল গোলাবারুদ উদ্ধার হয়েছে। একটি ট্রাকে করে বিস্ফোরক পাচার হচ্ছিল। মিজোরামের সিহা জেলায় অসম রাইফেলসের অভিযানে ৪,৫০০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে। মিলেছে ২৫০০ কেজি ডিটোনেটর। এই বিপুল পরিমান বিস্ফোরক দিয়ে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানো যাবে এমনই জানিয়েছে অসম রাইফেলস।

মায়ানমার থেকেই এই বিস্ফোরক সম্ভার ভারতে পাচার করা হচ্ছিল। সূত্র মারফত খবর পেয়ে অসম রাইফেলস অভিযান চালায়। তিন যুবক সহ একটি সন্দেহভাজন মিনি ট্রাককে আটকানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় বিস্ফোরক বোঝাই পেটি।

উত্তর পূর্বাঞ্চল জুড়ে পরপর নাশকতার আশঙ্কা আছে। সম্প্রতি নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে অসম রাইফেলসের গুলিতে ১৪ জন শ্রমিক মারা যায়। জঙ্গি সন্দেহে তাদের গুলি করে জওয়ানরা। এমনই দাবি করেছে অসম রাইফেলস। তবে মৃতদের আত্মীয়রা অভিযোগ করেন, ঠান্ডা মাথায় গুলি করে মেরেছিল অসম রাইফেলস। এই ঘটনার পর উত্তর পূর্বাঞ্চলের সশস্ত্র এনএসসিএন (আই-এম) গোষ্ঠী বদলার বার্তা দেয়।

মনিপুরে বিধানসভা ভোট ঘিরে সে রাজ্যে ফের নাশকতার ছক করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠিগুলি। কিছু বিক্ষিপ্ত হামলা হয়েছে। গোয়েন্দা বিভাগের আশঙ্কা বড়সড় নাশকতার ছক করেছে উত্তর পূর্বাঞ্চলের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি।