Tripura: চাকরি না ফেরালে ‘সর্বনাশ হয়ে যাবে’, BJP সরকারকে হুমকি

সরকার তার মেয়াদ পূর্ণ করতে চলল কোথায় চাকরি? যদি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করে বিজেপি সরকার তাহলে সর্বনাশ হয়ে যাবে। এমনই হুমকি শুনল ত্রিপুরার…

সরকার তার মেয়াদ পূর্ণ করতে চলল কোথায় চাকরি? যদি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করে বিজেপি সরকার তাহলে সর্বনাশ হয়ে যাবে। এমনই হুমকি শুনল ত্রিপুরার (Tripura) বিজেপি জোট সরকার।

রাজ্যের কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ১০৩২৩ মঞ্চ থেকে ফের সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে। কোনও কর্মসংস্থানের চিহ্ন নেই।

ত্রিপুরায় গত বামফ্রন্ট সরকারের আমলে ১০৩২৩ টি পদের চাকরি হয়েছিল শিক্ষা বিভাগের অধীনে। তবে নিয়োগ পদ্ধতির ত্রুটি থাকায় আদালতের নির্দেশে সেই পদগুলি বিলুপ্ত হয়। কর্মচ্যুতদের জন্য বামফ্রন্ট সরকার বিকল্প কর্মসংস্থানের সুযোগ করেছিল এমনই দাবি সিপিআইএমের।

এর মাঝে সরকার পাল্টে যায়। ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিলেও বিজেপি জোট সরকারের আমলে সেই চাকরি হয়নি। আন্দোলনকারী শি়ক্ষক শিক্ষিকাদের মধ্যে শতাধিক মৃত। কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন।

কর্মহীন এই ১০৩২৩ মঞ্চ থেকে সোমবার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আগরতলায় মহাকরণ অভিযান হয়। সচিবালয়ের দিকে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হন প্রাক্তন শিক্ষকরা। কিছু শিক্ষক শিক্ষিকা মহাকরণের গেটের সামনে চলে আসেন। তাদেরকে সরানো হয়।

ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা বলেছেন, গুলি করে মেরে ফেল কিন্তু আন্দোলন থামাতে পারবে না। চাকরির দাবিতে ফের ধরনা আন্দোলন শুরু করেছেন তাঁরা।

কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। রাজ্যের মু়খ্যমন্ত্রী বিপ্লব দেব ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মিথ্যেবাদী এমনই অভিযোগ করছেন তাঁরা।