সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আগেও দেখা গিয়েছে। দিন কয়েক আগে লালুপ্রসাদ যাদবের সঙ্গে মাংস রান্না করেছিলেন। এবার তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাস্তার একটি দোকানে ধোসা বানান কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধীর ধোসা বানানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তেলেঙ্গানায় চলছে কংগ্রেসের বিজয়ভেরি যাত্রা। যাত্রা চলাকালীন রাহুল গান্ধী জগতিয়ালের এনএসি বাস স্টপে থামেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকদের অভিবাদন জানান এবং শিশুদের চকলেটও বিতরণ করেন।এর পরে রাহুল একটি দক্ষিণ ভারতীয় খাবারের দোকানে পৌঁছে সেখানে ধোসা তৈরি করেন। যদিও তাকে সাহায্য করেছিলেন ওই দোকানের মালিক। রাহুলকে এই কাজ করতে দেখে সেখানে মানুষের ভিড় জমে যায়। এরপর স্থানীয়দের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন তিনি।
পরে জাগতিয়ালে একটি জনসভায় তিনি বক্তৃতা দেন।বিজেপি এবং বিআরএস-কে একসঙ্গে কটাক্ষ করেছেন রাহুল। তেলেঙ্গানায় নির্বাচনে কংগ্রেস জিতলে দল কী কী করবে সাধারণ মানুষের জন্য, সেসব সম্পর্কেও বলেন রাহুল। হলুদ চাষিদের ১২ থেকে ১৫ হাজার টাকা সহায়ক মূল্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেখানে পুনরায় চিনির কারখানা চালু হবে বলেও জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার তিনি ভুপালপল্লী থেকে পেদ্দাপল্লী যাওয়ার পথে রাজ্যে কংগ্রেসের চলমান ‘বিজয়ভেরি’ যাত্রাচলাকালীন পথসভায় ভাষণ দেন, যেখানে ৩০ নভেম্বর বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।৩ ডিসেম্বর রেজাল্ট।
#WATCH | Telangana | Congress MP Rahul Gandhi made dosas at a tiffin cart, as he briefly halted at the NAC bus stop while going to Jagtial as part of the Congress Vijayabheri Yatra.
(Video: Telangana Congress) pic.twitter.com/FIXGfvxfkh
— ANI (@ANI) October 20, 2023