অন্ধ্র-তেলেঙ্গানায় বন্যায় মৃত ২৭, বিপর্যস্ত ট্রেন চলাচল

ভয়াবহ আকার ধারন করেছে তেলেঙ্গানার বন্যা (Telengana flood)। সেই বন্যার জেরে মৃত্যু হয়েছে ২৭ জনের। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে বন্যায় (Andhrapradesh flood) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২।…

telengana and Andhra pradesh flood schools closed several people died

ভয়াবহ আকার ধারন করেছে তেলেঙ্গানার বন্যা (Telengana flood)। সেই বন্যার জেরে মৃত্যু হয়েছে ২৭ জনের। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে বন্যায় (Andhrapradesh flood) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। দক্ষিণের ওই দুই রাজ্যে ১৭ হাজারের বেশি মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বৃষ্টির কারণে বাতিল হয়েছে বহু ট্রেনও। 

দেদার ড্রোন বোমা বানানো হচ্ছে, বিজেপি শাসিত মণিপুরে মোদীর বর্ণিত ‘শান্তি’ ফিরছে!

   

অন্ধ্রপ্রদেশে তিন জনের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না। বন্যার জলের তোড়ে তাঁরা ভেসে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজ চলছে। এ ছাড়া, তেলঙ্গানাতেও এক জন নিখোঁজ। বন্যার কারণে দক্ষিণ-মধ্য রেল ১৪০টি ট্রেন বাতিল করেছে। ৯৭টি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে।

বিধানসভায় বিশেষ অধিবেশন, মঙ্গলে পাশ ধর্ষণবিরোধী বিল

ট্রেন বাতিলের কারণে বহু যাত্রী এবং পর্যটক সমস্যায় পড়েছেন। ট্রেন বাতিলের কারণে অন্ধ্র ও তেলেঙ্গানার বহু স্টেশনে আটকে ছয় হাজারের বেশি মানুষ। অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় বন্যা কবলিত হওয়ায় বেকায়দায় পড়েছে সেখানকার মানুষ। পরিস্থিতি মোকাবিলায় ও উদ্ধারকার্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফকে নামানো হয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল কেলেঙ্কারিতে গ্রেফতার ২

বন্যা কবলিত ওই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ও রেবন্ত রেড্ডির সঙ্গে কথা বলে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা বৃষ্টির জেরে হায়দরাবাদে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীদিনেও অন্ধ্র ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।