রবিবার ভোটগণনা শুরু হতেই তেলেঙ্গানা নির্বাচনে (Telengana Election)কেসিআর-এর ভারত রাষ্ট্রীয় সমিতিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে কংগ্রেস। চলছে হাড্ডাহাড্ডির লড়াই। সরকার গঠনের জন্য দরকার ৬০টি আসন। সর্বশেষ ট্রেন্ড বলছে, কংগ্রেস এগিয়ে ৬৪টি আসনে। কেসিআর-এর দল সেখানে এগিয়ে আছে ৪১টি আসনে। আর এই ট্রেন্ড আসতেই, খুশির হাওয়া কংগ্রেস শিবির। তবে ঘোড়া কেনাবেচার আশঙ্কাও করছে তারা। তাই কোনোরকম ঝুঁকি না নিয়েই বাসের ব্যবস্থা করল হাত শিবির।
VIDEO | Luxury buses being parked at Hyderabad’s Taj Krishna Hotel amid counting of votes in the state. #TelanganaAssemblyElection2023 #AssemblyElectionsWithPTI
(Full video is available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/f9cjzP9Agg
— Press Trust of India (@PTI_News) December 3, 2023
হায়দরাবাদের তাজ কৃষ্ণা নামে অভিজাত হোটেলের বাইরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে লাক্সারি বাস। সবগুলিই স্লিপার ক্লাস বাস। হায়দরাবাদের ওই অভিজাত হোটেলের কাছে দেখা মিলল পড়শি রাজ্য কর্নাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা রহিম খানের। কর্নাটকের মন্ত্রী বলছেন, “যখন থেকে কর্নাটকে কংগ্রেস ক্ষমতা এসেছে, তখন থেকে তেলঙ্গানায় কংগ্রেসের পালে হাওয়া দেখা গিয়েছে।”
উল্লেখ্য, কর্নাটক এখন কংগ্রেসের অন্যতম গড়। সেখানে কংগ্রেসের সরকার রয়েছে। তাহলে কি সেরকম কোনও ঘোড়া কেনাবেচার আশঙ্কা তৈরি হলে জয়ী প্রার্থীদের কর্নাটকের কোথাও নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চালাচ্ছে হাত শিবির? যদিও কর্নাটকের মন্ত্রী বলছেন, “এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি এমন কোনও পরিস্থিতি তৈরি হয়, তাহলে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।”
উল্লেখ্য, নির্বাচন পরবর্তী সময়ে এর আগেও বিভিন্ন রাজ্যে ঘোড়া কেনাবেচার পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে। রাজস্থান-সহ একাধিক রাজ্যে এমন ট্রেন্ড দেখা গিয়েছিল অতীতে। ঘোড়া কেনাবেচার আশঙ্কা থেকে জয়ী প্রার্থীদের নিয়ে গিয়ে গোপন ডেরায় লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে।