ভোট বাজারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভিডিও (Amit Shah Video) মামলাকে সরগরম দেশ। এবার এই মামলায় নয়া মোড় এল। তলব করা হল মুখ্যমন্ত্রীকে।
আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিকৃত ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ারের বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিকে তলব করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ রেবন্ত রেড্ডিকে জিজ্ঞাসাবাদের জন্য ১ মে তলব করেছে। সঙ্গে মুখ্যমন্ত্রীকে ফোন আনার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ওই ভিডিয়োগুলি শেয়ার করা কংগ্রেস নেতা-সহ আরও পাঁচজনকে তলব করবে দিল্লি পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিজেপির অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করার একদিন পরেই এই পদক্ষেপ নিল পুলিশ। স্পেশাল সেল ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি এফআইআর দায়ের করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছেন অমিত শাহ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, আগামী দিনে দেশ থেকে তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির সংরক্ষণ তুলে দেওয়া হবে।
Fake video of Union Home Minister Amit Shah | Telangana CM Revanth Reddy has been summoned to appear before Delhi Police’s IFSO unit (Cyber Unit) on 1st May to join the investigation. He has been asked to appear with his mobile phone allegedly used for posting the fake video on X…
— ANI (@ANI) April 29, 2024