Irfan Khan:তিনি বাঁচতে চেয়েছিলেন, চেয়েছিলেন মৃত্যুকে জয় করতে

চার বছর পেরিয়ে গিয়েছি, তবুও তিনি আছেন। তাঁর আমায়িক হাসিটা আজও লেগে আছে মননে। আজ ২৯শে এপ্রিল। তাঁর মৃত্যুর দিন। চার বছর দেখতে দেখতে কেটে…

irfan khan

চার বছর পেরিয়ে গিয়েছি, তবুও তিনি আছেন। তাঁর আমায়িক হাসিটা আজও লেগে আছে মননে। আজ ২৯শে এপ্রিল। তাঁর মৃত্যুর দিন। চার বছর দেখতে দেখতে কেটে গেল। তিনি ইহলোকে নেই তবুও তাঁর কাজগুলো একদম জীবন্ত। একদম সতেজ, সবীজ। মনে আছে তাঁর সেই ডায়লগ, ” মোহাব্যাত থি ইস লিয়ে জানে দিয়া, জিদ হোতি তো বাহো মে হোতি।” তাঁকে শুধুমাত্র বলিউড নয়, গোটা বিশ্বের সিনেমা প্রেমীরা মিস করে । আরও কতকিছু দেওয়ার ছিল সিনেমা জগতকে, কিন্তু পারলেন না। হাসতে হাসেত বিদায় নিলেন তিনি। তবুও তিনি বাঁচতে চেয়েছিলেন।

তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে সবচেয়ে আলোচ্য দ্য লাঞ্চবক্স, লাইফ অফ পাই, পান সিং তোমার, পিকু, দ্য নেমসেক এবং মাকবুল। তাঁর কালজয়ী অভিনয় ভোলার নয়। তাঁর সহজ, সরল জীবন যেন আজও রয়ে গিয়েছে আমাদের কল্পনায়। তাঁর মিষ্টি হাসি, অভিনয়ের দক্ষতা এবং ডায়লগ বলার ধরণ যেন আজকেও জীবন্ত। ৩৫ বছরের কর্মজীবনে তিনি ৫০টির অধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন। ঝুলিতে অসংখ্য পুরস্কার। চলচ্চিত্র সমালোচক, সমসাময়িক অভিনয়শিল্পী ও অন্যান্য বিশেষজ্ঞরা তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনয়শিল্পী বলে গণ্য করেন।

   

কিন্তু শেষজীবনে ক্যান্সার তাঁকে অনেকটা অন্যরকম করে তুলেছিল। মৃত্যুর সঙ্গে লড়াই করতে গিয়ে কখনও মুহূর্তের জন্য দুর্বল হননি তিনি। সর্বদা তাঁর মুখে লেগে ছিল হাসি। । ইরফান বাঁচতে চেয়েছিলেন, কারণ স্ত্রীর সঙ্গে আরও জীবন কাটাতে চেয়েছিলেন। জীবনের শেষ দিকে তিনি বলতেন তাঁর মা নাকি তাঁকে নিতে আসতেন। তবুও তিনি বাঁচতে চেয়েছিলেন।