বিজেপি রাজ্য সভাপতি আরও বিপাকে। প্রশ্নপত্র ফাঁস (SSC) মামলায় তাকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। এর জেরে প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির।
Advertisements
এসএসসি প্রশ্ন ফাঁস মামলায় তেলেঙ্গানা বিজেপি রাজ্য সভাপতি বান্দি সঞ্জয়কে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। করিমনগরের সাংসদকে মধ্যরাতে পুলিশ তদন্তের স্বার্থে তার বাসভবন থেকে তুলে নিয়ে গিয়েছিল। পরে তাকে আদালত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়।
বিজ্ঞাপন
তেলেঙ্গানা পুলিশ বান্দি সঞ্জয়কে ৩ এপ্রিল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক করে।