মোদীকে কটাক্ষ করে এক্সে পোস্ট! তেজস্বী যাদবের নামে এফআইআর

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে আইনি ঝামেলায় জড়ালেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। মহারাষ্ট্রের গড়চিরোলি এবং উত্তরপ্রদেশের…

tejashwi yadav pm modi post

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে আইনি ঝামেলায় জড়ালেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। মহারাষ্ট্রের গড়চিরোলি এবং উত্তরপ্রদেশের সাহজাহানপুর-দু’টি জায়গাতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

বিতর্কিত পোস্ট তেজস্বীর

বিজেপি বিধায়ক মিলিন্দ নারোটে গড়চিরোলিতে অভিযোগ দায়ের করেন যে, প্রধানমন্ত্রী মোদীর বিহার সফরের আগে এক্স হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট করেছিলেন তেজস্বী। সেই ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার 196, 356, 352 এবং 353 ধারায় মামলা হয়েছে লালু-পুত্রের নামে। সাহজাহানপুরে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী শিল্পা গুপ্তা। স্থানীয় এসপি রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, সেখানে 153(2) এবং 197(1)(a) ধারায় এফআইআর হয়েছে তেজস্বীর নামে।

   

এক্সে কার্টুন পোস্ট tejashwi yadav pm modi post

প্রধানমন্ত্রী মোদী শুক্রবার বিহারে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন। তার কয়েক ঘণ্টা আগেই এক্সে কার্টুন পোস্ট করে তেজস্বী লেখেন, “আজ গয়ায় মিথ্যের দোকান প্রতিষ্ঠা হবে। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী। কিন্তু বিহারের মানুষ তাঁর সেই মিথ্যার পাহাড় ভেঙে ফেলবেন দশরথ মাঝির মতো।”

Advertisements

এই বিতর্কের আবহেই বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। বিরোধীদের অভিযোগ, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে কেন্দ্র। অপরদিকে, বিজেপির দাবি—ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার জন্যই এই বিশেষ উদ্যোগ। কমিশনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের নেতৃত্বে ‘ভোটার অধিকার যাত্রা’য় সরব হয়েছেন বিরোধীরা।

Bharat: RJD leader Tejashwi Yadav faces legal trouble as FIRs are filed against him in Maharashtra and UP for an objectionable social media post on PM Modi. The controversial cartoon, posted before Modi’s Bihar visit, has led to charges under various sections of the law.