পটনা, ২১ সেপ্টেম্বর: RJD এর মিছিল থেকে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীর (Bihar Election) সম্বন্ধে অপশব্দ ব্যবহার করা কে কেন্দ্র করে উত্তাল হয়েছিল দেশের রাজনীতি। ঘটনায় গ্রেফতার ও হয়েছিলেন একজন RJD সমর্থক। ফের তেজস্বীর ভোট যাত্রার মিছিল থেকে মোদী জননীর সম্বন্ধে অপশব্দ ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বভাবতই সরব হয়েছে বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এই ঘটনাকে তেজস্বী যাদবের প্ল্যাটফর্ম থেকে ঘটে যাওয়া বলে অভিযোগ করে বলেছেন, “এমনটা ঘটে যাওয়া আমার কাছে অদ্ভুত লাগেনি, কারণ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের মধ্যে কোনও পার্থক্য নেই… প্রধানমন্ত্রীর মাকে অশোভন ভাষায় অপমান করে তারা বিহারের গৌরবের অপমান করেছে।
লালু যাদবের ২০০৫ সালের সরকারের স্মৃতি জাগিয়েছে যে, যদি ভুল করে এবার তাদের সরকার ক্ষমতায় আসে, তাহলে এমনটাই হবে… তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীকে এর জন্য ক্ষমা চাইতে হবে; অন্যথায় বিহারের জনগণ নিশ্চয়ই তাদের শাস্তি দেবে।” এই ঘটনা বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।
তেজস্বী যাদব ১৬ সেপ্টেম্বর জাহানাবাদ থেকে ‘বিহার অধিকার যাত্রা’ শুরু করেন, যা ২০ সেপ্টেম্বর বৈশালিতে শেষ হয়। এই যাত্রায় এনডিএ-র শক্তিস্থান যেমন নালন্দা (মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জেলা) এবং বেগুসরাই (গিরিরাজ সিং-এর কেন্দ্রীয় আসন) অতিক্রম করা হয়। বিজেপির দাবি, এই যাত্রার সময় আরজেডি কর্মীরা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেছে এবং তেজস্বী নেতৃত্ব দিয়েছেন। একটি ভাইরাল ভিডিওতে এই দৃশ্য ধরা পড়েছে বলে বিজেপি জানাচ্ছে।
গত মাসে দরভাঙ্গা জেলায় রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’র মঞ্চ থেকে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং তার মাকে নিয়ে অশোভন ভাষা ব্যবহার করেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ একজনকে গ্রেফতার করে ১৪ দিনের জুডিশিয়াল কাস্টডিতে পাঠায়। প্রধানমন্ত্রী মোদী তখন বলেছিলেন, “মা আমাদের জগৎ, মা আমাদের আত্মসম্মান।
বিহারের এই ঐতিহ্যবাহী ভূমিতে এমনটা কল্পনাও করিনি। আমার মা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু তাঁকে অপমান করে সব মায়ের অপমান করা হয়েছে। বিহারের জনগণ আমার যতটা কষ্ট পেয়েছে, তারা ততটাই কষ্ট পেয়েছে।” বিহারের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন “তেজস্বী যাদবের যাত্রায় আবারও প্রধানমন্ত্রীর মৃত মাকে অপমান করা হয়েছে।
Maruti Suzuki WagonR ফের সেরা হ্যাচব্যাক, অগস্টে Tiago-র স্থান কোথায়?
আরজেডি কর্মীরা যতটা গালাগালি দিতে পারছে দিয়েছে এবং তেজস্বী তাদের উৎসাহিত করছেন। এটি বিহারের সংস্কৃতির অপমান এবং রাজনীতির নিচুতম স্তর। বিহারের মহিলারা তেজস্বীকে জবাব দেবেন।” বিজেপির বিধানসভা নেতা বিজয় কুমার সিনহাও বলেছেন, “এটি গণতন্ত্রের অপমান। মা-বোনদের অপমান করা কি তাদের সংস্কৃতি হয়ে গেছে? বিহারের জনগণ এই নোংরা রাজনীতির জবাব দেবে।”

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
