Tejas Fighter Jet: যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ল রাজস্থানে

Tejas crashes in Rajasthan

দুর্ঘটনা এবার মহাকাশে। আজ মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনায় মাঝ আকাশে ভেঙে পড়ল বায়ুসেনার তেজস যুদ্ধবিমান (Tejas Fighter Jet)। মঙ্গলবারের এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের জয়সলমিরে। একটি ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে যায় ঐ স্থানে । জানা গিয়েছে, ঘটনার জেরে হতাহতের খবর নেই। সতর্কতার সঙ্গে বিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন পাইলট।

এদিকে, তেজসের এই দুর্ঘটনা ঘিরে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়ে। সেনার নির্দেশে এই দুর্ঘটনার কারণ খুঁজতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান আজ একটি অপারেশনাল ট্রেনিং সর্টির সময় জয়সলমিরে দুর্ঘটনার সম্মুখীন হয়। এরপর বলা হয়েছে,পাইলট নিরাপদে বেরিয়ে যান। দুর্ঘটনার কারণ জানতে একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে। সেই কোর্ট অব ইনকোয়ারিই দেবে এই বিমান ভেঙে পড়ার আসল তথ্য।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন